দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন (৫৪) বুধবার (৩০ জুলাই) দুপুর ২টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১মেয়েসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সাঈদুর রহমান রিমনের মেয়ে দেশের রাইরে রয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৫টা ৩০মিনিটে তিনি দেশে ফিরলে বাবার জানাজা ও দাফন হবে।
তিনি দৈনিক দেশবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও গাজীপুরের দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে দীর্ঘ সময় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)র প্রধান উপদেষ্টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সদস্য ছিলেন।
দীর্ঘ সাংবাদিকতা ক্যারিয়ারে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ, দৈনিক সংবাদ, দৈনিক মানবজমিন, দৈনিক মুক্তকণ্ঠ, দৈনিক বাংলাবাজার পত্রিকা ও দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য প্রতিভার অধিকারী তিনি ডিআরইউ বেস্ট রিপোর্টিংসহ অনেক পুরস্কার লাভ করেন।
সাঈদুর রহমান রিমনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) নেতারা।
ডিআরইউর স্থায়ী সদস্য রিমনের নামাজে জানাজা বৃহস্পতিবার (৩১ জুলাই) বাদ জোহর ডিআরইউ চত্বরে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুম সাঈদুর রহমান রিমন-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।