লালমনিরহাটে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগান নিয়ে লালমনিরহাট জেলা বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে লালমনিরহাট জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাটের নেজারত ডিপুটি কমিশনার (এনডিসি) সাজ্জাদ হোসেন। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক ছিলেন মোঃ মিজানুর রহমান মিজান।
উল্লেখ্য যে, ২৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত এ বৃক্ষমেলা চলবে।