লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি টহলদল কর্তৃক সীমান্তে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দিঘলটারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯২৬/৩ এস হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিঘলটারী নামক স্থান হতে স্থানীয় জনগণ খবর দেয় যে, উক্ত এলাকায় কয়েকজন সন্দেহভাজন নাগরিককে অবস্থান করছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে দিঘলটারী বিওপি’র দায়িত্বরত নায়েব সুবেদার সনাতন কুমার রায় এর নেতৃত্বে টহলদল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে, তারা নিজেদেরকে বাংলাদেশী নাগরিক বলে পরিচয় দেন। পরবর্তীতে ১) মোঃ ওবায়দুর রহমান (৪৫), পিতা- মৃত বাহাল্লা মিয়া, ২) মোছাঃ মাহমুদা (৪০), স্বামী- মোঃ ওবায়দুর রহমান, ৩) মোঃ মাহাবুল (১৫), ৪) মোঃ মজিবর (১৩), ৫) মোছাঃ জান্নাতী (৯), ৬) মোছাঃ জাহানারা (৭) ও ৭) মোছাঃ আসমী (৯ মাস) সকলের পিতা- মোঃ ওবায়দুর রহমান এবং গ্রাম- বড়ভিটা ধ্বনিরাম, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রামদ্বয়কে আটক করে তাদেরকে আদিতমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। বর্তমানে আদিতমারী থানা পুলিশ কর্তৃক তাদের আত্মীয়-স্বজনের উপস্থিতিতে পরিচয় নিশ্চিত করে মুচলেকা গ্রহণ পূর্বক ছেড়ে দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম পিএসসি।