শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস লালমনিরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত লালমনিরহাটে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আরডিআরএসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে কর্মবিরতি অনুষ্ঠিত ১৬কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার অসহায় বিধবার জমি দখলের পায়তারা ভূমিদস্যুর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিক্ষকদের উপর ন্যাক্কার জনক পুলিশি হামলার প্রতিবাদে- অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত ডিলারগণ কৃত্রিম সার সংকট সৃষ্টি করে দীর্ঘদিন যাবত উচ্চমূল্যে সার বিক্রয় করে এরই প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে লোক সংগীত উৎসব ২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটে লোকসংগীত চর্চার মাধ্যমে শিশুদের আত্মশুদ্ধি ও জীবনবৃদ্ধির লক্ষ্যে- লোক সংগীত উৎসব ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৯ মে) সকাল ১১টা ১০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন উৎসব অঙ্গনে লালমনিরহাটের আদিতমারী মায়ের তরী-এর আয়োজনে এ লোক সংগীত উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়।

 

মায়ের তরী’র প্রতিষ্ঠাতা ও নরওয়ের কবি, লেখক, লোকসংগীত গবেষক, আলোকচিত্র শিল্পী “মা” উয়েরা সেথের-এঁর সভাপতিত্বে উৎসব-এর উদ্বোধন প্রথম পর্বে উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার। এতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান। উৎসব-এর দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় মায়ের তরীর নির্বাহী পরিচালক সুজন কুমার বেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান সূচির মধ্যে সকাল ১১টা ১০মিনিটে প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত-এর মাধ্যমে উদ্বোধন। সকাল ১১টা ২০মিনিটে “মা” উয়েরা সেথের-এর ৮০তম জন্মদিন পালন। সকাল ১১টা ৪০মিনিটে অতিথিদের বরণ ও আসন গ্রহণ। সকাল ১১টা ৫০মিনিটে আলোচনা ও সংগীতানুষ্ঠান। দুপুর ১টায় প্রথম পর্বের সমাপনী। দুপুর ২টা ৩০মিনিটে গুরুগৃহের শিক্ষার্থীদের লোকসংগীত পরিবেশনা। সন্ধ্যা ৭টায় যন্ত্র প্রশিক্ষণ কেন্দ্রের পরিবেশনা। রাত ৭টা ৩০মিনিটে লোকসংগীত বিষয়ক আলোচনা। রাত ৮টায় তরী’র ক্লাসের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের লোকসংগীত পরিবেশনা। রাত ১০টা ৩০মিনিটে উৎসবের সমাপনী পর্ব।

 

উল্লেখ্য যে, লোকসংগীত গ্রামীণ জনগোষ্ঠীর হৃদয়ের সংস্কৃতি। লোকসংগীতের মাধ্যমে সাধারণত মানুষ তাদের আনন্দ-বেদনা, প্রেম-বিরহ ইত্যাদি অনুভূতি প্রকাশ করে এবং জীবন সংগ্রামে উজ্জীবিত হয়। আবার লোকসংগীতের মাধ্যমেই জীব আত্মা সেই পরম আত্মার সন্ধান করে। তাই বাংলার লোকসংগীতের সুরে- মন ও প্রাণকে ভরিয়ে তুলতে “লোকসংগীত উৎসব-২০২৫” সহায়ক ভূমিকা পালন করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone