শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র চেক হস্তান্তর লালমনিরহাটে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস লালমনিরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত লালমনিরহাটে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আরডিআরএসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে কর্মবিরতি অনুষ্ঠিত ১৬কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার অসহায় বিধবার জমি দখলের পায়তারা ভূমিদস্যুর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিক্ষকদের উপর ন্যাক্কার জনক পুলিশি হামলার প্রতিবাদে- অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৭০ জন নিঃশর্ত খালাস

বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৭০ জন নিঃশর্ত খালাস

লালমনিরহাটে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ৭০জন আসামী নিঃশর্ত খালাস পেয়েছেন।

 

সোমবার (১২ মে) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এ আদেশ দেন।

 

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কে এম হুমায়ুন রেজা স্বপন সার্বিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আজ এ–সংক্রান্ত একটি মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এ সময় আদালতে পিপি তৎকালীন রাজনৈতিক পটভূমিসহ সার্বিক অবস্থার কথা তুলে ধরে মামলাটিকে হয়রানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে অভিযুক্ত ব্যক্তিদের মামলা থেকে নিঃশর্ত খালাস প্রার্থনা করেন।

 

এ বিষয়ে বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আজ আদালত থেকে ন্যায়বিচার পেলাম। এতে প্রমাণ হলো, কোনো ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনকে ঠেকিয়ে রাখতে পারে না; বরং গণ–আন্দোলনের মুখে তারাই পতনের শিকার হয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

 

উল্লেখ্য যে, ২০১৫ সালের ৬ জানুয়ারি অবরোধ কর্মসূচির সময় লালমনিরহাট সদরের বড়বাড়ী শিমুলতলা এলাকায় রংপুর–কুড়িগ্রাম–ঢাকা জাতীয় মহাসড়কের ওপর খুঁটি গেড়ে, কুড়াল ও কোদাল ব্যবহার করে পাকা সড়কটি নষ্ট করার চেষ্টার অভিযোগ ওঠে। এ বিষয়ে একই বছরের ৯ জানুয়ারি একটি মামলা দায়ের করেন লালমনিরহাট সদর থানার তৎকালীন এস আই জাফর ইকবাল। ওই মামলায় সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিবসহ ৪৫জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৫০০ থেকে ৫৫০জনকে অভিযুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone