লালমনিরহাটে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ৭০জন আসামী নিঃশর্ত খালাস পেয়েছেন।
সোমবার (১২ মে) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এ আদেশ দেন।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কে এম হুমায়ুন রেজা স্বপন সার্বিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আজ এ–সংক্রান্ত একটি মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এ সময় আদালতে পিপি তৎকালীন রাজনৈতিক পটভূমিসহ সার্বিক অবস্থার কথা তুলে ধরে মামলাটিকে হয়রানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে অভিযুক্ত ব্যক্তিদের মামলা থেকে নিঃশর্ত খালাস প্রার্থনা করেন।
এ বিষয়ে বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আজ আদালত থেকে ন্যায়বিচার পেলাম। এতে প্রমাণ হলো, কোনো ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনকে ঠেকিয়ে রাখতে পারে না; বরং গণ–আন্দোলনের মুখে তারাই পতনের শিকার হয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
উল্লেখ্য যে, ২০১৫ সালের ৬ জানুয়ারি অবরোধ কর্মসূচির সময় লালমনিরহাট সদরের বড়বাড়ী শিমুলতলা এলাকায় রংপুর–কুড়িগ্রাম–ঢাকা জাতীয় মহাসড়কের ওপর খুঁটি গেড়ে, কুড়াল ও কোদাল ব্যবহার করে পাকা সড়কটি নষ্ট করার চেষ্টার অভিযোগ ওঠে। এ বিষয়ে একই বছরের ৯ জানুয়ারি একটি মামলা দায়ের করেন লালমনিরহাট সদর থানার তৎকালীন এস আই জাফর ইকবাল। ওই মামলায় সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিবসহ ৪৫জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৫০০ থেকে ৫৫০জনকে অভিযুক্ত করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.