শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে পদত্যাগের ঘোষণা ইউপি সদস্যদের লালমনিরহাটে পাহাড়ি কলার বাম্পার ফলন পুলিশের বিরুদ্ধে হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগ, ব্যবস্থা নেয়নি পুলিশ সুপার বিলুপ্তির পথে তিস্তা ও ধরলা নদীর সুস্বাদু বৈরালি মাছ লালমনিরহাটে বাংলাদেশ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহ্যবাহী শ্যামাপুজা (বুড়ির মেলা)কে ঘিরে সীমান্তে দু’দেশের মানুষের মিলন মেলা তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে- স্তব্ধ রংপুর কর্মসূচির ডাক কিশোরী ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সম্ভাবনা ও উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা তারুণ্যের ভাবনা অনুষ্ঠিত র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
থানার সেবা কার্যক্রম আরও জনমূখী ও প্রযুক্তি নির্ভর করা হবে-লালমনিরহাটে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব

থানার সেবা কার্যক্রম আরও জনমূখী ও প্রযুক্তি নির্ভর করা হবে-লালমনিরহাটে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব

থানার সেবা কার্যক্রম আরও জনমুখী ও প্রযুক্তি নির্ভর করা হবে। থানায় আগত প্রতিটি মানুষ যেন, সম্মান ও সহানুভূতির সঙ্গে সেবা পায় সেটিই আমাদের মূল লক্ষ্য বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় লালমনিরহাট সদর থানা পরিদর্শন এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে সীমান্তে পুলিশের নজরদারী বাড়ানো হয়েছে। যে কোন পরিস্থিতিতে পুলিশ ভূমিকা পালন করবে।

অতিরিক্ত সচিব বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। এজন্য তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

এর আগে সকাল ১১টার দিকে তিনি লালমনিরহাট সদর থানায় পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। থানার ডিউটি অফিস, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা ও সিসিটিভি কন্ট্রোল রুমসহ পরিত্যাক্ত যানবাহনগুলো ঘুরে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি পুলিশের সেবামূলক কার্যক্রম, সেবা কেন্দ্র এবং ব্যবস্থাপনাগত নানা দিক পর্যবেক্ষণ করেন।

লালমনিরহাট সদর থানার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজিব আহসান, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবীসহ লালমনিরহাট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দুপুর ১২টা ৩০মিনিটে তিনি লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হন।

দুপুর ১২টা ৪০মিনিটে লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠেয় লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে স্বাস্থ্য খাতের প্রতিক্রিয়া বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা শীর্ষক কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে যোগদান করেন তিনি।

এ সময় লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর রাত ৮টায় লালমনিরহাট সার্কিট হাউজে উপস্থিত এবং রাত্রি যাপন করবেন তিনি।

এর আগে বুধবার (৭ মে) দুপুর ১২টায় নিজ বাসা হতে লালমনিরহাট এর উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করেন।

রাত ৮টায় লালমনিরহাট সার্কিট হাউজে উপস্থিত এবং রাত্রি যাপন করেন।

পর দিন শুক্রবার (৯ মে) সকাল ৮টায় লালমনিরহাট সার্কিট হাউজ হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন সড়ক পথে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone