শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন লালমনিরহাটের এম মিজানুর রহমান

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন লালমনিরহাটের এম মিজানুর রহমান

সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এম মিজানুর রহমান।

 

বৃহস্পতিবার দুপুরে সহকারী এ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদান করেছেন তিনি। যোগদান করেই সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন এম মিজানুর রহমান।

 

জানা যায়, অ্যাডভোকেট এম মিজানুর রহমান লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব মোঃ আজিজার রহমান এবং মাতা আলহাজ্ব মোছাঃ আমিনা বেগমের চতুর্থ ছেলে। তিনি ২০১২ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর হাইকোর্ট বিভাগে আইনজীবি হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালে নিজ জেলা লালমনিরহাট জেলা বার এসোসিয়েশনের সদস্যপদ নেন। এ ছাড়াও সে মানবাধিকার কর্মী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের একজন লাইফ মেম্বার ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক।

 

এম মিজানুর রহমানের সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় নিজ জেলা লালমনিরহাটের আদিতমারী গ্রামে বইছে আনন্দের বন্যা। পরিবার, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ বন্ধু-বান্ধব সবাই আনন্দের সাথে জানাচ্ছেন, আমরা গর্বিত। সততা, দক্ষতা এবং দেশপ্রেম সমুন্নত রেখে দায়িত্ব পালন করে যাও।

 

অ্যাডভোকেট এম মিজানুর রহমান বলেন, শ্রদ্ধাভরে স্মরণ করি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং ২০২৪ এর ছাত্র বিপ্লবে আত্মদানকারী সকল শহীদদের। সম্প্রতি দেশের আপামর জনসাধারণের সমর্থনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে নতুন অগ্রযাত্রা শুরু হয়েছে। আমি আমার সর্বোচ্চ সততা, দক্ষতা এবং দেশপ্রেম সমুন্নত রেখে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।

 

উল্লেখ্য যে, অ্যাডভোকেট এম মিজানুর রহমান সরকারের যুগ্ম সচিব এম আইয়ুব আলী এবং দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক হাসান উল আজিজ-এঁর ছোট ভাই। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone