শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কয়েকটি গ্রামে পবিত্র ঈদ উল আযহা উদযাপন

কয়েকটি গ্রামে পবিত্র ঈদ উল আযহা উদযাপন

লালমনিরহাটঃ পবিত্র ঈদ উল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করছেন মুসল্লিরা। ফাইল ছবি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ উল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেছে কয়েকটি গ্রামের শতাধিক পরিবার।

 

আজ শুক্রবার ৩১ জুলাই সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়া জামে মসজিদে পবিত্র ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওঃ মোঃ মাইদুল ইসলাম। তবে বৃষ্টির কারণে জামাতে মুসল্লির সংখ্যা ছিল কম।

 

জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ ও মুন্সীপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা আজ শুক্রবার পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করেছেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।

 

এদিকে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে পবিত্র ঈদ উল আযহার জামাত মুন্সিপাড়ায় ঈদ গাহ্ মাঠে হলেও সরকারি নির্দেশনা মেনে মসজিদে জামাত আদায় করেছেন।

 

মুন্সীপাড়া জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ মোঃ মাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে মসজিদের সকল মুসল্লিরা জামাত আদায় করেছি। সকাল ৯টায় পবিত্র ঈদ উল আযহার নামাজ শুরু হয়।

 

কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওঃ মোঃ মাছুম বিল্লাহ্ সাংবাদিকদের বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ পবিত্র ঈদ উল ফিতর, পবিত্র ঈদ উল আযহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

 

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ সাংবাদিকদের জানান, উপজেলার কয়েকটি গ্রামের মানুষ একদিন আগে থেকে ধর্মীয় উৎসব পালন করে থাকেন। তারা আজ পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone