শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর তীরে মশাল প্রজ্জ্বলন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজের সহকারী অধ্যাপক নিহত তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্জ্বলন ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে জুলাই সনদের খসড়া নিয়ে সংবাদ সম্মেলন চলমান বিভিন্ন ঘটনা নিয়ে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইজিবাইক জব্দ কালবেলা ৩য় পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পণে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত মার্শাল আর্ট কন্যা সান্ত্বনার নেতৃত্বে ইটালিতে বাংলাদেশের বিশাল সফলতা: স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ৯টি পদক অর্জন লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র চেক হস্তান্তর
লালমনিরহাটে ১০বছর পর উদ্ধার আঞ্জুমান মুফিদুল ইসলামের অফিস কক্ষ!

লালমনিরহাটে ১০বছর পর উদ্ধার আঞ্জুমান মুফিদুল ইসলামের অফিস কক্ষ!

লালমনিরহাটে দীর্ঘ ১০বছর পরে উদ্ধার হলো আঞ্জুমান মুফিদুল ইসলাম (ইসলামী জনকল্যাণ সংস্থা) লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ের অফিস কক্ষ। যা সংরক্ষিত নারী আসনের সাবেক এমপির এনজিওর দখলে ছিলো উক্ত কক্ষটি।

 

বুধবার (২১ আগস্ট) আঞ্জুমান মুফিদুল ইসলাম (ইসলামী জনকল্যাণ সংস্থা) লালমনিরহাট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে উক্ত এনজিওর লোকজন নিজেদের আসবারপত্র নিজেরাই সরিয়ে নিয়ে যায়।

 

সোমবার (২৬ আগস্ট) দুপুরে লালমনিরহাটের থানারোডস্থ অফিস কার্যালয় থেকে এসব আসবারপত্র নিয়ে যায় উক্ত এনজিওর লোকেরা।

বুধবার (২১ আগস্ট) আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান স্বপন স্বাক্ষরিত লালমনিরহাট জেলা প্রশাসক ও আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি বরাবরে লিখিত আবেদন পত্র সূত্রে জানা যায়, “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে অবগত করা যাচ্ছে যে, আঞ্জুমান মুফিদুল ইসলাম, লালমনিরহাট জেলা শাখার একটি অফিস কক্ষ জয়নারী কল্যাণ সমিতি নামে অবৈধভাবে দখল করে ছিলো। উক্ত অফিস কক্ষটি দখলমুক্ত করার জন্য আপনার সদয় সহযোগিতা কামনা করছি। অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনাপূর্বক অবৈধ দখল মুক্ত করার জন্য সদয় মর্জি হয়।”

 

বুধবার (২১ আগস্ট) লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ স্বাক্ষরিত রিসিভ কপিতে উল্লেখ করেন, “সম্পাদক প্রয়োজনীয় ব্যবস্থা নিন”।

 

জানা গেছে, ইতোমধ্যে এনজিওর সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে উক্ত কক্ষ এবং বারান্দায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

 

আরও জানা গেছে, লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমির এনজিও “জয় নারী কল্যাণ সমিতি”। অ্যাড. সফুরা বেগম রুমি উক্ত এনজিওটির প্রধান উপদেষ্টা এবং আফরোজা বেগম মেরী সভাপতি ও অ্যাড. রিনা বেগম সাধারণ সম্পাদক ছিলেন।

 

এ বিষয়ে জয় নারী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা অ্যাড. সফুরা বেগম রুমি, সভাপতি আফরোজা বেগম মেরী, সাধারণ সম্পাদক অ্যাড. রিনা বেগম এর বক্তব্য জানা যায়নি।

 

উল্লেখ্য যে, লালমনিরহাটের থানা রোডস্থ আঞ্জুমান মুফিদুল ইসলাম (ইসলামী জনকল্যাণ সংস্থা) লালমনিরহাট জেলা শাখার কার্যালয়টি অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone