জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার।
রোববার (১১ জানুয়ারি) লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মঙ্গলবার (১৩ জানুয়ারি) লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীন এর স্বাক্ষরিত লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট জেলা পর্যায়ে বিজয়ীদের নামের তালিকা সূত্রে এ তথ্য জানা যায়।
শিক্ষার মানোন্নয়নে অবদান, দক্ষ নেতৃত্ব ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন বিষয়ে যাচাই-বাছাই করে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁর এই অর্জনে লালমনিরহাট জেলার শিক্ষা অঙ্গণে নতুন উদ্দীপনা ও গৌরব যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট জেলা স্কাউটস এবং জেলার সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে মোঃ একরামুল হক সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে শিক্ষার গুণগত মান আরও এগিয়ে যাবে।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার বলেন, আমি দায়িত্ব নিয়ে কাজ করে যাই। কোন স্বীকৃতি পাবার জন্য নয়। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ আমি লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছি এটা আনন্দের বিষয়। যা আমার কাজের উদ্দীপনা আরও বেড়ে গেলো বলে আমি মনে করি। সবাই দোয়া করবেন এ অর্জন যেন ধরে রাখতে পারি।
উল্লেখ্য যে, মোঃ একরামুল হক সরকার বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা শাখার সম্পাদক ও রোটারি ক্লাব অব লালমনিরহাটের অন্যতম রোটারিয়ান সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন।