লালমনিরহাটে বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে- কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুর ২টায় লালমনিরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড লালমনিরহাটের আয়োজনে এ কুরআন খতম ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, হোসেন আলী, আব্দুস সামাদ, এন্তাজুর রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।