ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি সংসদীয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুই নেতা মনোনয়নপত্র তুললেও তাদের দুজনই তা জমা দেননি।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মনোনয়নে ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল মিয়া, ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি লালমনিরহাট জেলা শাখার আহবায়ক মোঃ রকিবুল হাসান মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন।
এর মধ্যে দুজনের কেউই তা জমা দেননি মর্মে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে।
লালমনিরহাটের ৩ আসনে ২৭টি মনোনয়ন জমা: লালমনিরহাট জেলার ৩টি আসনে ২৯টি মনোনয়ন ফরম উত্তোলন করা হলেও সোমবার (২৯ ডিসেম্বর) ২৭টি দাখিল করেছেন প্রার্থীরা।
লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এদের মধ্যে সংসদীয় আসন ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১জন, ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯জন, ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭জন।
এর মধ্যে ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, জাতীয় পার্টির মোঃ মসিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ জাসদের হাবিব মোঃ ফারুক, আমার বাংলাদেশ পার্টির মোঃ আবু রাইয়ান আশয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফজলুল করিম শাহরিয়ার, বাংলাদেশ লেবার পার্টির মোঃ শুভ আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোঃ হাসান রাজীব প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিশের মোঃ আবুল কাশেম, স্বতন্ত্র শিহাব আহমেদ, আবু সামা মোঃ রেদওয়ানুল হক, মোঃ রেজাউল করিম সরকার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসনে জনতার দলের মোঃ শামীম কামাল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের মোঃ বাদশা মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ফিরোজ হায়দার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি.এন.পির মোঃ রোকন উদ্দীন বাবুল, জাতীয় পার্টির মোঃ এলাহান উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মাহফুজুর রহমান, স্বতন্ত্র মোঃ মমতাজ আলী, মোঃ আব্দুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আবু তাহের, জাতীয় পার্টির মোঃ জাহিদ হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধু সুদন রায়, গণসংহতি আন্দোলনের দীপক কুমার রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আমিনুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র মোঃ ফিরোজ কবির মনোনয়নপত্র জমা দিয়েছেন।