শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা

 

রাকিবুজ্জামান আহমেদ-এর উদ্যোগে আগামী ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৮ দিনব্যাপী এক অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

প্রতিযোগিতায় লালমনিরহাটসহ যেকোনো বাংলাদেশি নাগরিক অংশগ্রহণ করতে পারবেন।

 

বিজয়ী ৩০জন পাবেন আকর্ষণীয় পুরস্কার-

 

১ম পুরস্কার- ল্যাপটপ

২য় পুরস্কার- এন্ড্রয়েড মোবাইল ফোন

৩য় পুরস্কার- ডিনার সেট

 

এছাড়া থাকছে আরও ২৭ টি পুরস্কার

 

১. রাইস কুকার

২. ব্লেন্ডার মেশিন

৩. মেকাপ বক্স

৪. ট্রিমার

৫. ঘড়ি

৬. বডি স্প্রে

৭. বডি লোশন

৮. হেডফোন

৯. ক্যালকুলেটর

১০. ইলেকট্রিক আইরন

১১. ডাইরি

১২. টি শার্ট (৫ পিস)

১৩. মগ (৫টি)

১৪. বই ৩*২=৬ টি (অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, শেখ মুজিব আমার পিতা)

 

মোট-৩০ টি পুরস্কার

 

৩০ টি প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তাদের মধ্যে ৩০ জনকে পুরস্কৃত করা হবে।

 

সঠিক উত্তর দাতা অধিক হলে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে।

 

কুইজ প্রতিযোগিতার উত্তর ই-মেইলে পাঠাতে হবে।

 

উত্তর পাঠানোর শেষ সময়:

২৮ সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

উত্তর পাঠানোর ঠিকানা:

rakib.officialpage@gmail.com

 

নোট: উত্তর পত্রে অংশগ্রহণকারীদের নাম, পূর্ণ ঠিকানা ও ফোন নাম্বারসহ দিতে হবে। বিজয়ীদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে।

 

প্রশ্নের বিষয় যা থাকছে-

১. জাতির পিতার জীবনী

২. প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী

৩. মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ

 

প্রশ্নসমূহ-

 

১. শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? কে এই উপাধিতে ভূষিত করেন?

 

২. ১৯৫৮ সালে বঙ্গবন্ধুকে কতদিন জেলে থাকার পর মুক্তি দিয়ে পুনরায় জেল গেইটে গ্রেফতার করা হয়?

 

৩. বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে কাজ করার জন্য বিশিষ্ট ছাত্র নেতৃবৃন্দের নিয়ে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন। এর নাম কি ছিলো?

 

৪. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

 

৫. ‘বিশ্ব দুই শিবিরে বিভক্ত-শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে’- উক্তিটি কার?

 

৬. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি ছিলো?

 

৭. ‘দ্য স্পিচ’ কি?

 

৮. বঙ্গবন্ধু জীবনে মোট কতদিন কারাভোগ করেন?

 

৯. ‘কারাগারের রোজনামচা’ নামটির প্রস্তাবক কে?

 

১০. বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী নির্বাচিত করেন কারা? কত সালে?

 

১১. ‘সবুজ মাঠ পেরিয়ে’ বইটি কার লেখা?

 

১২. প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত কতগুলো আন্তর্জাতিক পদক লাভ করেছেন?

 

১৩. কত সালে, কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দেশিকোত্তম’ উপাধিতে ভূষিত করা হয়?

 

১৪. প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?

 

১৫. ইউনেস্কো ‘হুপে-বোয়ানি’ পুরস্কার কাকে, কত সালে, কি জন্য প্রদান করেন?

 

১৬. শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হিসেবে প্রথম কোন ছাত্রসংসদের সভাপতি হন?

 

১৭. সর্বভারতীয় শান্তিসংঘ মাননীয় প্রধানমন্ত্রীকে কত সালে, কোন পদক প্রদান করেন?

 

১৮. আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপর এ পযর্ন্ত কতবার হামলা হয়েছে?

 

১৯. শেখ হাসিনা কত তারিখে জন্ম গ্রহণ করেন? এবছর তার কততম জন্মদিন?

 

২০. শেখ হাসিনার নাতী-নাতনি কয়জন?

 

২১. প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টার নাম কি?

 

২২. বাংলাদেশ থেকে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক দূত নির্বাচিত হয়েছেন কে?

 

২৩. বাংলাদেশ সরকারের বর্তমান সমাজক্যাণমন্ত্রীর নাম কি? তিনি কোন আসন থেকে নির্বাচিত হয়েছেন?

 

২৪. মুক্তিযুদ্ধে লালমনিরহাট কত নম্বর সেক্টরের অধীনে ছিলো?

 

২৫. বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়?

 

২৬. ‘অপারেশন সার্চ লাইট’ কোন দেশের জনগণের বিরুদ্ধে পরিচালিত হয়েছিলো?

 

২৭. ইউ কে চিং মারমা মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কোন উপাধি লাভ করেন? তিনি কোন সেক্টরে যুদ্ধ করেন?

 

২৮. জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে?

 

২৯. রিফিউজি-৭১ চলচ্চিত্রের পরিচালক কে?

 

৩০. ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?

 

★rakibuzzaman ahmed-এর ফেসবুক থেকে নেয়া।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone