লালমনিরহাট ডিবি পুলিশ গত ২দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাইকৃত ৬টি মোটর সাইকেলসহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৮জন সদস্যকে গ্রেফতার করেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সাংবাদিকদেরকে এ তথ্য জানান।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর ভোর রাতে লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামী ১। মোঃ মকবুল হোসেন (৩৪), পিতা- মৃত শামসুল হক, মাতা- মৃত মরজিনা বেগম, সাং-কাশিরাম ১নং ওয়ার্ড, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট, ২। মোঃ মিলন মিয়া (৩০), পিতা- মোঃ জুলহাস, মাতা- মজিদা বেগম, সাং- চর বাগভোহড়া, থানা- গংগাচড়া, জেলা- রংপুর, ৩। মোঃ রাকিব হোসেন (২৩), পিতা- মোঃ মোদাচ্ছেল আলী, মাতা- মোছাঃ রোকেয়া বেগম, ৪। মোঃ সোহেল রানা সাবু (২৪), পিতা- মোঃ কেতাব আলী, মাতা- মোছাঃ শিল্পি বেগম, ৫। মোঃ মাসুদ রানা (২২), পিতা- মোঃ মকবুল হোসেন, মাতা- মোছাঃ ময়না বেগম, ৬। মোঃ আল-আমিন (২২), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, মাতা- মোছাঃ পারভীন বেগম, সর্ব সাং- দক্ষিণ যুবনী, ৭। মোঃ জাহিদ ইসলাম (১৮), পিতা- মোঃ আব্দুল খতিব, মাতা- মোছাঃ জাহানারা বেগম, সাং- বাড়াইপাড়া, ৮। মোঃ রহমতুল্লাহসহ (১৮), পিতা- মোঃ আলতাফ হোসেন, মাতা- মোছাঃ রহিমা বেগম, সাং- দক্ষিন বাড়াইপাড়া, সর্বথানা- হাতীবান্ধা, উক্ত আসামীদেরকে গ্রেফতার পূর্বক আসামীদের নিকট হতে মোট ৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
সাংবাদিকদেরকে আরও জানান, জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাজারস্থ তেতুলতলা নামক স্থানে মোঃ মকবুল হোসেন (২) মকবুল মেকার তার দোকানে চোরাই মোটর সাইকেল রেখে কেনা-বেচা করছেন। উক্ত তথ্যের সত্যতা যাচাই করতে বাদীর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ২৭ সেপ্টেম্বর বিকাল ৫টা ৩০ঘটিকার সময় কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাজারস্থ তেতুলতলা নামক স্থানে ধৃত আসামী মোঃ মকবুল হোসেন (২) মকবুল মেকার এর দোকানে অভিযান পরিচালনা করে ক্রয় বিক্রয়ের সহিত জড়িত মোঃ মিলন মিয়া ও মোঃ মকবুল হোসেনকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ১টি Discover 125CC লাল-কালো রংয়ের নম্বরপ্লেট বিহীন মোটর সাইকেল জব্দ করেন। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে আরও ৬জনকে গ্রেফতার করে তাদের নিকট হতে ৫টি চোরাই মোটর সাইকেল যথাক্রমে Appache 4B 150CC সাদা-নীল রংয়ের ১টি, Appache RTR 150CC নীল রংয়ের ১টি, Discover 125CC লাল-কালো রংয়ের ১টি, Discover 110CC লাল-কালো রংয়ের ১টি, Discover 100CC নীল-কালো রংয়ের ১টি, উক্ত অভিযানে সর্বমোট ৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ সংশিষ্ট অন্যান্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা ও পলাতক আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।