লালমনিরহাটে পৃথক অভিযানে ৫৮.৯কেজি গাঁজা এবং ১টি ট্রাক জব্দসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর।
শনিবার (২৭ সেপ্টেম্বর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টায় র্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ৭নং পলাশী ইউনিযনের মদনপুর সাকিনস্থ চা এর দোকানের সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসামীদ্বয়ের ব্যবহৃত ট্রাক তল্লাশীকালে সাদা বস্তার মধ্যে রক্ষিত ২৮.৮কেজি গাঁজা এবং ১টি ট্রাক জব্দসহ আসামী মোঃ বকুল হোসেন (৩৩) সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার বনবাড়িয়া ইউনিয়নের কাশিহাটের হাজী মোঃ আবু সাঈদ মন্ডলের ছেলে, সজিব আহমেদ আকন্দ (২৬) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রঘুনাথপুর ইউনিয়নের সোনারগাঁও এলাকার মৃত দুলাল আহমেদ আকন্দ এর ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অন্য একটি অভিযানে র্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৩০মিনিটে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডের মর্ডান মোড়স্থ মোঃ মনিরুজ্জামানের কনফেকশনারী দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১টি টিভির কার্টন এর মধ্যে রক্ষিত ২০.১কেজি গাঁজা উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী মোছাঃ আয়েশা খাতুন (২৪) দিনাজপুর জেলার কোতয়ালী থানার উত্তর গোপালপুর এলাকার আমিনুল ইসলাম মেয়ে ও আরিফুল ইসলামের স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক আরও একটি অভিযানে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০মিনিটে র্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্কের মোড় সংলগ্ন রিয়াম শপিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০কেজি গাঁজাসহ আসামী মোঃ কবির হোসেন নয়ন (৩০) লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার গোতামারি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দৈইখাওয়া এলাকার মোঃ নুরনবী হোসেনের ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ আমার অহংকার’-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।