লালমনিরহাটে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ মাটির মায়া মিলনায়তনে হেযবুত তওহীদ লালমনিরহাট জেলার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদ লালমনিরহাট জেলার সভাপতি মোঃ একরামুল হক-এঁর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম। বক্তব্য রাখেন হেযবুত তওহীদের লালমনিরহাট জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় নারী সম্পাদক উম্মে হানি প্রমুখ। এ সময় হেযবুত তওহীদের লালমনিরহাট জেলার নারী নেত্রী আকলিমা বেগমসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম তার বক্তব্যে বলেন, একটি শান্তিময় ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে গণমাধ্যমকর্মীরাই পারেন সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে।
তিনি আরও বলেন, মানবজাতির জন্য আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাই একমাত্র পরিপূর্ণ সমাধান। এই ব্যবস্থার মূল ভিত্তি হলো তওহীদ বা আল্লাহর সার্বভৌমত্ব। একটি তওহীদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যম হবে সম্পূর্ণ স্বাধীন এবং সমাজের দর্পণ স্বরূপ।
তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র রূপরেখা তুলে ধরে তিনি বলেন, এই ব্যবস্থা কোনো পশ্চাৎপদ ধারণা নয় বরং এটিই একমাত্র আধুনিক ও কল্যাণকর ব্যবস্থা। এই শাসনব্যবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। এখানে ধর্ম ব্যবসা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না এবং নারীর প্রকৃত সম্মান ও অধিকার প্রতিষ্ঠিত হবে।
গণমাধ্যমের নৈতিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলাম গণমাধ্যমকে মিথ্যা, গুজব, অশ্লীলতা, একপেশে সংবাদ ও ব্যক্তিগত চরিত্র হনন থেকে কঠোরভাবে নিষেধ করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে গণমাধ্যম যখন কাজ করবে, তখনই সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র যখন আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হবে, তখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে। সেই রাষ্ট্রে গণমাধ্যমকর্মীরা নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে পারবেন এবং কোনো অপশক্তি তাদের বাধাগ্রস্ত করতে পারবে না।
উপস্থিত সাংবাদিকরা এমন একটি সময়োপযোগী আলোচনা আয়োজনের জন্য হেযবুত তওহীদকে ধন্যবাদ জানান এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।