শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে কর্মবিরতি অনুষ্ঠিত ১৬কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার অসহায় বিধবার জমি দখলের পায়তারা ভূমিদস্যুর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিক্ষকদের উপর ন্যাক্কার জনক পুলিশি হামলার প্রতিবাদে- অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত ডিলারগণ কৃত্রিম সার সংকট সৃষ্টি করে দীর্ঘদিন যাবত উচ্চমূল্যে সার বিক্রয় করে এরই প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুভ উদ্বোধনী অনুষ্ঠিত ১০দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত ৭৩২বোতল এস্কাফ এবং ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
স্বৈরাচারের দোসর, জালিম ও দুষ্কৃতিকারী খাইরুল ইসলামের জোনাল ব্যবস্থাপক হিসেবে পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

স্বৈরাচারের দোসর, জালিম ও দুষ্কৃতিকারী খাইরুল ইসলামের জোনাল ব্যবস্থাপক হিসেবে পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে স্বৈরাচারের দোসর, জালিম ও দুষ্কৃতিকারী মোঃ খাইরুল ইসলামের জোনাল ব্যবস্থাপক হিসেবে পদায়ন বাতিল কর, করতে হবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাটের সার্কিট হাউস রোডস্থ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জোনাল কার্যালয় লালমনিরহাট প্রাঙ্গণে রাকাব লালমনিরহাট জোনের সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে রাকাব লালমনিরহাট জোনের সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

স্বৈরাচারের দোসর, জালিম ও দুষ্কৃতিকারী মোঃ খাইরুল ইসলামের জোনাল ব্যবস্থাপক প্রসংগে লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুস ছালাম স্বাক্ষরিত প্রেস রিলিজে উল্লেখ করা হয় যে, গত ১৮.০৯.২০২৫ তারিখের প্রধান কার্যালয়ের বদলী আদেশ নং প্রকা/কব্যবি-১০/২০২৫-২০২৬/৯৮৫(২) মূলে বহুল বির্তকিত জোনাল ব্যবস্থাপক জনাব মোঃ খাইরুল ইসলামকে রাকাব, লালমনিরহাট জোনে জোনাল ব্যবস্থাপক হিসেবে ২য় বারের মত পদায়ন করায় লালমনিরহাট জোনের সকল কর্মকর্তা ও কর্মচারী ভয়ে ও ক্ষোভে ফেটে পড়েন। তারই অংশ হিসেবে আজ জোনাল কার্যালয় প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয়। গত স্বৈরাচারী হাসিনা সরকারের দোসর এই মোঃ খাইরুল ইসলাম অনেক রকম অনিয়মের সঙ্গে সংযুক্ত ছিলেন।

 

তার অনিয়ম গুলোঃ জোনাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নিলে বিভিন্ন শাখা পর্যায়ে বীমা কমিশন ও পছন্দসই ব্যবস্থাপক পদায়নের মাধ্যমে মোটা অঙ্কের অর্থের সংস্থান করতেই মূলত জোনাল ব্যবস্থাপক হিসেবে পদায়নের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এক প্রকার রাজনৈতিক চাপ প্রয়োগ করে এই বদলি আদেশ করেছেন। রাকাব এমডি ভিজিলেন্স সেলে এ বছরের ১৭ ফেব্রুয়ারি ২১৯ ডেস পাসের পত্র মূলে জানা যায়, তিনি শুধু লালমনিরহাট জোনে দায়িত্ব পালনকালে ৯৩জন কর্মকর্তা কর্মচারীকে ব্যাখ্যা তলব করেছিলেন যাকে অস্বাভাবিক ও নির্যাতনের শামিল হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে একই ব্যক্তিকে লালমনিরহাট জোনে পুনরায় বদলি করে জোনাল ব্যবস্থাপকের দায়িত্ব প্রদানে শাখা পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভয় ও ক্ষোভের সঞ্চার হয়েছে। উল্লেখ্য যে, তাকে প্রথমে রংপুর বিভাগীয় অফিসে বদলি করা হলে রংপুর জেলার কর্মকর্তা-কর্মচারীদের দাবির মুখে ঐদিনই পুনরায় প্রধান কার্যালয়, রাজশাহীতে বদলি করা হয়। কৃষকের প্রতি নিষ্ঠুরতার চরম উদাহরণ তৈরি করেছিলেন তিনি আওয়ামী আমলের দিনগুলোতে জোনাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে। এ কারণে ৫ আগস্ট-পরবর্তী ২১ আগস্টে নীলফামারী জেলার কর্মকর্তা-কর্মচারী কর্তৃক তিনি অবাঞ্ছিত ঘোষিত হন। এই বিক্ষোভের মাধ্যমে বক্তাগণ তাকে লালমনিরহাট জোনে অবাঞ্চিত ঘোষণা করেন এবং মোঃ খাইরুল ইসলামের বদলী আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone