লালমনিরহাট জেলা পরিষদের কর্মচারী নিয়োগ প্রক্রিয়া একজন আবেদনকারীর দায়েরকৃত মামলার প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষা স্থগিতকরণ প্রসংগে বিজ্ঞপ্তি/ নোটিশ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এরই মধ্যে বুধবার (১৩ আগস্ট) লালমনিরহাট জেলা পরিষদের কর্মচারী নিয়োগ প্রক্রিয়া স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার বিজ্ঞপ্তি নম্বর- ৪৬.৪২.৫২০০.০০১.১১.০০৪.২৫-৫৮৬, তারিখঃ ১৩ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।
লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও লালমনিরহাট জেলা পরিষদের কর্মচারী নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বাছাই কমিটির আহবায়ক মোঃ ফিরোজ হোসেন স্বাক্ষরিত নিয়োগ স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি/ নোটিশ এ বলা হয়েছে, বিষয়: আগামী ১৬ আগস্ট, ২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিতকরণ প্রসংগে। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লালমনিরহাট জেলা পরিষদের অর্গানোগ্রামভুক্ত (১) নিম্নমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক ১টি শূন্য পদ (২) ড্রাইভার এর ১টি শূন্য পদ (৩) সুইপার এর ১টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য স্থানীয় সরকার বিভাগের ০৯ মার্চ, ২০২৫ খ্রি. তারিখে ৪৬.০০.০০০০.০৪২.১১.০০৩.১৭.৩৫৯ স্মারকে ছাড়পত্র পাওয়া যায়। সে আলোকে লালমনিরহাট জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তির ১৯ জুন, ২০২৫ খ্রি. তারিখে ৪৬.৪২.৫২০০.০০১.১৪.০০২.২৫-৩৭৩ স্মারকে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আগামী ১৬ আগস্ট, ২০২৫ খ্রি. তারিখে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে ২৮ জুলাই, ২০২৫ খ্রি. তারিখে ৪৬.৪২.৫২০০.০০১.১৪.০০২.২৫-৫৪১ স্মারকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু একজন আবেদনকারী জনাব মোঃ এহেতেশাম হাসান অদ্য ১৩ আগস্ট, ২০২৫ খ্রি. তারিখে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, লালমনিরহাট কোর্টে পরীক্ষা স্থগিত করণের জন্য অন্য ১৭৯/২৫ (লাল) মামলা দায়ের করেন বিধায় আগামী ১৬ আগস্ট, ২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
অনুলিপি সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে প্রেরিত হইল- সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর। পরিচালক, স্থানীয় সরকার, রংপুর। জেলা প্রশাসক, লালমনিরহাট। প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট। পুলিশ সুপার, লালমনিরহাট। সকল সদস্য, জেলা পরিষদ কর্মচারী নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বাছাই কমিটি, লালমনিরহাট। প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, লালমনিরহাট। সহকারী পরিচালক (ইঞ্জি.), বিআরটিএ, লালমনিরহাট। প্রধান শিক্ষক, কালেক্টরেট কলেজিয়েট স্কুল, লালমনিরহাট। অফিস কপি।
এদিকে বুধবার (১৩ আগস্ট) জেলা পরিষদ লালমনিরহাট ফেসবুকে উল্লেখ করা হয় যে, “একজন আবেদনকারীর দায়েরকৃত মামলার প্রেক্ষিতে জেলা পরিষদ, লালমনিরহাটে চলমান নিয়োগ প্রক্রিয়ার আগামী ১৬ আগস্ট, ২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। মামলার আদেশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে এবং যথাসময়ে সকলকে জানিয়ে দেয়া হবে। প্রার্থীদের প্রস্তুতি নেয়ার বিষয়ে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে এবং সকল প্রকার আর্থিক লেনদেন ও সুপারিশ করা হতে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।”