লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাটের উদয়ন শিশু নিকেতনে উদয়ন শিশু নিকেতনের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদয়ন শিশু নিকেতনের প্রধান শিক্ষক মোছাঃ রমিছা খাতুন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোঃ আবুল হাসনাত চয়ন। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন মোঃ নজরুল ইসলাম বাবুল, উদয়ন শিশু নিকেতনের পরিচালক মুর্শিদা নুরজাহান, সুলতানা জামান জোস্না। এ সময় উদয়ন শিশু নিকেতনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রতিযোগিদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।