লালমনিরহাটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, সকল জুলাই শিশু শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, কবিতা, গান, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও জুলাই ২৪ নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম প্রমুখ। এ সময় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন, সুমিতা রানী রায়, সুলতানা রাজিয়া, সোমা বেগমসহ শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোহাম্মদ আল মুবীন আহমেদ আদর দ্বিতীয় স্থান অধিকার করেছে। সে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির অধ্যায়ণরত ছাত্র।
পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ আল মুবীন আহমেদ আদর-এঁর জন্ম ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে। তাঁর বাবা মোঃ মাসুদ রানা রাশেদ ও মা মোছাঃ আইরিন বেগম। সে সকলের নিকট দোয়া প্রার্থী।
পরে কবিতা, গান, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।