লালমনিরহাটে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাট এর উদ্যোগে এ অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, সদস্য ডাঃ মোঃ কাসেম আলী, অ্যাড. চিত্ত রঞ্জন রায় মন্টু, আশিক ইকবাল মিলন, মোঃ জালাল উদ্দিন, মোঃ রিয়াজুল হক সরকার, রওশন আরা বেগম প্রমুখ। এ সময় টিআইবি লালমনিরহাটের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মোরশেদ আলমসহ সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সদস্য, ইয়েস ও এসিজির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করেন টিআইবি’র রংপুর ক্লাস্টারের ক্লাস্টার কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা।
বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান কেন্দ্রিক গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সদস্যবৃন্দ স্থানীয় পর্যায়ে তাদের কাজের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন।
অভিজ্ঞতার আলোকে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও জোড়দার করার লক্ষ্যে করণীয়সমূহ আলোচনা ও পরামর্শ প্রদান করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মোঃ আতিকুর রহমান।
পরে সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সহ-সভাপতি রাওয়ানা মার্জিয়া-এঁর নেতৃত্বে সনাক, ইয়েস ও এসিজির সদস্যবৃন্দ দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করেন।