শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও বুড়িমারী কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও বুড়িমারী কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও বুড়িমারী কমিউটার ট্রেন।

 

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ওয়ার্কশেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

লালমনিরহাট রেলওয়ে সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে স্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে দেয়। এরপর সেটি পরিস্কারের জন্য ওয়ার্কশেডের দিকে এগোচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি একই লাইনে স্টেশনে প্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

 

ঘটনায় লালমনি এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যুত হয় এবং রেলওয়ে লাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীবাহী কমিউটার ট্রেনে যাত্রী থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবুও দুর্ঘটনার ফলে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন পার্বতীপুরগামী কমিউটার ট্রেনের যাত্রীরা, যারা ঘটনাস্থলে দীর্ঘক্ষণ আটকা পড়ে থাকেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

 

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর।

 

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা বেনজির আহমেদ জানান, দুর্ভাগ্যজনক হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীরা কাজ করছেন। উদ্ধার কার্যক্রমও শুরু হয়েছে।

 

এদিকে লালমনিরহাট রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই সাজিদ হাসান জানান, উদ্ধার কার্যক্রম চলছে। তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

দুর্ঘটনার কারণ ও গাফিলতির বিষয়ে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। রেলপথ সচল করতে দ্রুত লাইন মেরামতের পাশাপাশি রেক উদ্ধারে কাজ চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone