শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” স্লোগান নিয়ে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


‎বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


‎বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট জেলা শাখার সভাপতি এটিএম রশীদুল আলম প্রামানিক-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট জেলা শাখার সচিব সুলতান আহমেদ সোহেল, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ মন্ডল, সচিব এরশাদুল হক প্রমুখ। এ সময় বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


‎পরে মানববন্ধন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে “পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পত্র বাতিলের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা সমীপে- স্মারকলিপি” বিষয়ে বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট জেলা শাখার সভাপতি এটিএম রশীদুল আলম প্রামানিক ও সচিব সুলতান আহমেদ সোহেল সাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেন মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকেরা।


‎স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা বাংলাদেশ কিন্ডারগার্টেন সোস ইটির পক্ষ থেকে আপনাকে অবহিত করছি যে, বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রায় ৪৫ খাজার কিন্ডারগার্টেন রয়েছে। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, বিজিবি, জেলা প্রশাসন পরিচালিত, চেম্বার অব কমার্স ও লায়ন্স ক্লাব পরিচালিত অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ হতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনি দায়িত্ব গ্রহণ করেন। দেশের একটি ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার ও দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন সে জন্য আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনার সমীপে উপস্থাপন করছি- মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ও সময়োপযোগী ভূমিকা পালন করে চলছে এবং কিছুটা হলেও বেকার সমস্যা দূরীকরণে ভূমিকা রাখছে। কিন্তু হঠাৎ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫/০৭/২০২৫ তারিখের নিবাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩,০০১.২০২৫ তারিখ ১৭/০৭/২০২৫-এ প্রকাশিত পত্রের মাধ্যমে জানতে পারি যে, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হচে যাচ্ছে। পত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক কৃতিত্ব অর্জন করেছে। বৃত্তি শুধু একটি আর্থিক অনুদানই নয় এটি একটি শিশুর আত্মাবিশ্বাস, মেধার স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। সখন একটি শিশু দেখবে তার বন্ধুরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে কিন্তু সে অংশগ্রহণ করতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরন ভিন্ন বলে তখন তারা মনে নেতিবাচক প্রভাব পড়বে এবং শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব তৈরি হবে। কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও অভিভাবকগণ মানষিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হবে, যার দায়-দায়িত্ব সরকারের উপরেই বর্তাবে। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বৈষম্যবিরোধী সরকার। সেই সরকারের আমলে কোমলমতি শিক্ষার্থীরা আবার বৈষম্যের শিকার হবে এটি অপ্রত্যাশিত। মাননীয় বরেণ্য উপদেষ্টা মহোদয়, ৫ আগষ্ট ২০২৪ এ ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও প্রশাসনের কিছু কিছু স্তরে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের দোসররা আপনার সরকারকে বিপাকে ফেলার জন্য চক্রান্তে লিপ্ত আছে। ফলশ্রুতিতে সকলের গ্রহণযোগ্য একটি চলমান পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা যেখানে সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেনসমূহের শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ ছিল যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাতিল করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই মর্মে অত্যন্ত সু-চাতুরতার সাথে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫’ নামে গত ১৭ জুলাই ২০২৫ একটি পত্র প্রকাশ করেছে। এর ফলে কিন্ডারগার্টেন ও বছ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সংক্যারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এই পত্রটিকে প্রত্যাখান করছি এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের আশা ও ভরসার প্রতীক। দেশের জনগণ আপনার প্রতি আস্থাশীল। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিণাবকসহ বিশাল জনগোষ্ঠীকে যাঁতে আন্দোলনে নামতে না হয় সেই বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি। অতএব, ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অবহিতকরণ পত্রটি বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা যাতে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণ করতে পারে, তার ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone