প্রস্তাবিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লালমনিরহাট জেলা ইউনিট এর সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৯ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ আহবায়ক কমিটি অনুমোদন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল-এর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপরোক্ত আহ্বায়ক কমিটিকে অনুমোদনের তারিখ হতে কার্যকরী করে পরবর্তী ০৩ (তিন) মাসের জন্য মেয়াদ প্রদান করা হলো এবং উক্ত মেয়াদের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য বলা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লালমনিরহাট জেলা ইউনিট আহবায়ক: নুরুল হুদা। সদস্য সচিব: ময়েজ উদ্দিন সরকার ময়েজ। সদস্য: এ.কে.এম. শামছুল হক, রফিকুল ইসলাম (রফিক), আঞ্জুমান আরা বেগম (শাপলা), লুৎফর রহমান (রিপন), সামসুল আলম মিলন, আনোয়ার হোসেন মিঠু, হানিফুর রহমান খান, মারুফ আহমেদ, মাকসুদা খাতুন (মুনমুন)।
উল্লেখ্য যে, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লালমনিরহাট জেলা ইউনিট এর আহবায়ক কমিটি গঠন করায় তাঁদের সমর্থকরা আনন্দিত।