লালমনিরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সংকীর্তন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট পৌরসভার বানিয়ারদিঘীস্থ শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির (ইসকন) প্রাঙ্গণে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির আয়োজনে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।
এ রথযাত্রায় শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির (ইসকন)র সভাপতি শ্রীমান মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী, সম্পাদক শ্রীমান পূজ্যচৈতন্য সেবক দাস ব্রহ্মচারী, সহকারী অধ্যাপক শিবেন্দ্র নাথ রায় শিবু, ইসকন মন্দিরের ভূমিদাতা শ্রী অমল চন্দ্র সরকার, শ্রী কাজল চন্দ্র বর্মণ, শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দিরের নির্মাণ উদ্যোক্তা শ্রী অনিল চৈতনা দামাধিকারীসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য শোভাযাত্রা লালমনিরহাটের বানিয়ারদিঘী হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
এদিকে লালমনিরহাটের থানাপাড়া বিষ্ণু মন্দিরের উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।
অপরদিকে লালমনিরহাটের থানাপাড়া শ্রী শ্রী গোপাল জিউ জগন্নাথ মন্দিরের উদ্যোগেও শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।