লালমনিরহাটে জুলাই সনদ ঘোষণা পত্র প্রদান ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুর ১২টায় লালমনিরহাটে ২০২৪ গনভ্যুত্থানের সম্মুখ শারীর আহত জুলাই যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ২০২৪ গনভ্যুত্থানের সম্মুখ শারীর আহত জুলাই যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই লালমনিরহাট জেলা শাখার আহবায়ক আশিকুর রহমান আশিক, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন ইসলাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হোসেন রতন, সদস্য সচিব মোশারফ হোসেন, সংগঠক বিপ্লব হোসেন প্রমুখ। এ সময় ওয়ারিয়র্স অফ জুলাই লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিক্ষোভ মিছিলটি লালমনিরহাটের কালেক্টরেট মাঠ হতে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় হয়ে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে।