লালমনিরহাটে “স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ে এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুুকে জ্বালি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে শ্রম কল্যাণ কেন্দ্র লালমনিরহাট এর হলরুমে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ও আয়ন ব্যয়ন কর্মকর্তা ডাঃ মোছাঃ আফরোজা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, শ্রম পরিদর্শক জুলফিকার আলী, লালমনিরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রেনায়েল আলম, লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রের শ্রম কল্যাণ সংগঠক মোঃ আতিকুর রহমান, ডিসপেন্সারী এ্যাটেনডেন্ট মোঃ মোকছেদুল ইসলাম প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সরকারি শিশু পরিবারের শিশু শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া-এঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রে এসে শেষ হয়েছে।