বিএসএফ কর্তৃক ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইন এর চেষ্টা করেছে।
সোমবার (১৬ জুন) আনুমানিক ১০ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ বাগভান্ডার বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৬১/এমপি হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার সাথে পূর্ব সাহেবগঞ্জ (থানা-সাহেবগঞ্জ ও জেলা-কুচবিহার) নামক স্থান দিয়ে ১৬২ ব্যাটালিয়ন বিএসএফ এর পূর্ব সাহেবগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত বিএসএফ সদস্য ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে মারধর করে জোরপূর্বক অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে।
বিজিবি ও স্থানীয়রা এসব তথ্য জানিয়েছে।
বিষয়টি স্থানীয় জনসাধারণের মাধ্যমে জানতে পেরে বিজিবি’র টহলদল সাথে সাথে ঘটনাস্থলে গমন করে এবং শক্ত অবস্থানে রয়েছে। ফলে বিএসএফ উক্ত ভারতীয় নাগরিককে পুশইন করতে ব্যর্থ হন। উক্ত নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে আসতে অস্বীকৃতি জানায়। বর্তমানে সে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার সামনে অবস্থান করছে। স্থানীয় সোর্স মারফত ভিডিও ধারণ করে বোঝা যাচ্ছে যে, আপাতত দৃষ্টিতে তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।
এ ব্যাপারে বিএসএফ এর সাথে অধিনায়ক পর্যায়ে যোগাযোগের চেষ্টা চলছে মর্মে জানা গেছে।