মানব জীবনে শঙ্কা আর উৎকণ্ঠা থাকলেও প্রকৃতি চলছে তার আপন মহিমায় নানা রঙ ও রূপে। ফুলে ফুলে সেজেছে তার চির-চেনা সাজে ফুলগাছগুলো। লালমনিরহাট পৌর শহরে উঁকি মারছে বর্ষায় নানা রঙের ফুল।
লালমনিরহাট পৌর শহরের ডিভাইডার পয়েন্টে যেখানে চোখ যাবে দেখা মিলবে উজাড় হয়ে ফুটেছে ফুল। এ যেন ফুলে ফুলে সাজানো, ফুলেল শহর লালমনিরহাট। নানা রকম দেশী-বিদেশী, মৌসুমী-স্থায়ী ও স্থানীয় বিভিন্ন জাতের ফুলের গাছ শোভা পাচ্ছে লালমনিরহাট পৌর শহরময়। লালমনিরহাট পৌর শহরটিকে দেখলে যে কেউ বলবে রূপকথায় গাঁথা। পুরো লালমনিরহাট পৌর শহরটি যেন গুচ্ছ গুচ্ছ বাগান। লালমনিরহাট পৌর শহরের বিভিন্ন জায়গাতেই চোখে পড়বে সারা বছর ফুটে থাকা নানান রঙের বাহারি সব ফুল।
লালমনিরহাট পৌর শহরের রঙিন ও নান্দনিক ফুলের বাগান সহজেই যে কাউকে আকৃষ্ট করবে।
ফুলপ্রেমিরা বলেন, আমাদের শহরটি বাংলাদেশের সুন্দরতম শহরগুলির একটি। লালমনিরহাট শহরকে ফুলেল করে তোলার একটা চেষ্টা বেশ ক’বছর থেকেই চলছে, ইতিমধ্যেই দেশী-বিদেশী অনেক ফুলের গাছ লাগিয়েছেন।
ফুলপ্রেমিরা আরও বলেন, যখন শহরের মাঝ দিয়ে যাচ্ছিলাম বিভিন্ন সড়কে নানা জায়গায় রঙ বেরঙের ফুল মুগ্ধতা সৃষ্টি করে। এই সময়ে ফুলে ফুলে সেজে থাকা ফুলেল একটা শহর অন্য রকম এক অনুভুতির সৃষ্টি করে। এ নান্দনিক উদ্যোগকে আরও পরিকল্পিতভাবে প্রসারিত করার দাবী জানাই পৌর পরিষদের কাছে।
উল্লেখ্য যে, এই নান্দনিক ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন লালমনিরহাট পৌরসভার নাগরিক ও পথচারীরা। এখন সে গাছগুলো ফুলে ফুলে রঙিন।