লালমনিরহাটের সীমান্ত হতে ১৫ বিজিবি কর্তৃক প্রায় ১লক্ষ ৩৩হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) লালমনিরহাট ব্যাটালিয়ন এর অধীনস্থ অনন্তপুর ও রামখানা বিওপির টহলদল কর্তৃক টহল কার্যক্রম পরিচালনার সময় ভারত হতে চোরাই পথে মাদক ব্যবসায়ীদের মাধ্যমে আগত ৩৮কেজি গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ আটক করে, যার আনুমানিক মূল্য ১লক্ষ ৩৩হাজার টাকা। বর্তমান সময়ে সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারী বৃদ্ধি ও টহল কার্যক্রম বেগবান করছে।
এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম পিএসসি উক্ত ভারতীয় গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধসহ যেকোন ধরনের অবৈধ পারাপার বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।