লালমনিরহাটে রাস্তার মাঝখানে একাধিক বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে রাস্তার কাজ। লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)র অর্থায়নে উক্ত রাস্তার পাকা করণের কাজ চলছে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ এলাকার নুরানি বাজার থেকে ঠাকুরের মাল্লি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার গ্রামীণ রাস্তাটি পাকার কাজ চলছে। প্রতিবেশীর সীমানা মাপের ফলে এখন সেখানে এমন দৃশ্য দেখতে পাওয়া গেছে। সেখানে ৩টি বৈদ্যুতিক খুঁটি রাস্তার মাঝে রয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) লালমনিরহাটের অনুকূলে থাকা এই খুঁটি অপসারণের কোন উদ্যোগ নেননি। এতে দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, রাস্তার মাঝে খুটি রেখে রাস্তা পাকা করার কাজ চলছে। এটা যুক্তিযুক্ত নয়। এতে যে কোন সময়ে বৈদ্যুতিক খুঁটির কারণে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। তাই অতি দ্রুত এই খুঁটিগুলো অপসারণ করা দরকার। সকাল থেকেই হাজারও মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। এতে সমস্যার সৃষ্টির পূর্বেই সমাধান প্রয়োজন।
রাস্তা দিয়ে যাতায়াত করা একাধিক ব্যক্তি বলেন, বৈদ্যুতিক খুঁটির কারণে দূর্ঘটনার মুখোমুখি হয়ে পড়ি। তাই দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক খুঁটি সরানো খুবই জরুরি।
এলাকাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার পর রাস্তাটি ৯৭লক্ষ ৬৩হাজার ৫০টাকার কাজ চলমান সেখানকার মানুষজন খুশি হলেও বৈদ্যুতিক খুঁটি রেখে কাজ চলাতে দূর্ঘটনার আশংকায় রয়েছেন।
লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) অফিস থেকে জানায়, নেসকোর সাথে যোগাযোগ চলছে বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য।
লালমনিরহাট নেসকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান বলেন, বিষয়টি জানা ছিলোনা। আকাশ ভালো হলে অফিসের লোক গিয়ে খুঁটি সরানোর ব্যবস্থা নিবে।