মোঃ মাসুদ রানা রাশেদ বগুড়া থেকে: বগুড়ায় “তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ” স্লোগান নিয়ে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় বগুড়ার নওদাপাড়াস্থ মম ইন কনভেনশন হলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
প্রায় ৫ঘণ্টা ব্যাপী এ সেমিনারে রাজশাহী ও রংপুর বিভাগের সহস্রাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। এতে লালমনিরহাটের বিভিন্ন শ্রেণি-পেশার ২০জন তরুণ-তরুণী উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, যারা সাধারণভাবে রাজনীতি করেন তারা দেশপ্রেমিক। একেকজনের একেক মত, আমরা দেশকে ভালোবাসি। তরুণদের নিয়ে সবার ন্যায্য আকাঙ্ক্ষা ধারণ করে বৈষম্যহীন সর্বজনীন উন্নয়ন ও উদার গণতন্ত্রভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। ১৫বছর ধরে এ দেশের রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলা হয়েছে। তার মেরামতের জন্য ৩১দফা প্রণয়ন করা হয়েছে। আজকে তাদের জন্য বলতে চাই, যারা আমাদের দল করেন না, কিন্তু দেশের ইতিবাচক পরিবর্তন চান, কল্যাণ চান, তাদের জন্য বলতে চাই, সবার জন্য উন্নয়নের কথা বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু এ দেশে উন্নয়ন হয়েছে তবে সবার জন্য নয়, গণতন্ত্র ছিল কিন্তু সবার জন্য নয়। আমাদের মনে রাখতে হবে, কোনো কিছু করার সক্ষমতা আছে কি না, তা বিবেচনা করতে হবে। আমাদের সবাইকে ভালো কাজের বিবেচনা করতে হবে। দেখতে হবে, কারা ভালো কাজ করতে পারে, কাদের বিশ্বাস করা যায়। গভীর প্রত্যয়ে বলি, এ বিবেচনায় বিএনপি সবার সামনে থাকবে। এ দেশে কৃষির প্রথম বিষয় হলো বীজ, বীজ ছাড়া ফসল হবে না। এ বাংলাদেশে প্রথম ১৯৭৭ সালে জাতীয় বীজ অধ্যাদেশ চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ফলে কৃষক সঠিক বীজ পায়। উৎপাদন বৃদ্ধি হয়। ১৯৮০ সালে ড. আবদুল হামিদ খানকে আমেরিকা থেকে নিয়ে এসে কুমিল্লা বার্ড করেন। তারপর বগুড়ায় আরডিএ প্রতিষ্ঠা করেন। যাতে কৃষি গবেষণার মাধ্যমে কৃষকরা এগিয়ে যায়। বহুমুখী ফসল উৎপাদনে বিএনপি গবেষণা প্রতিষ্ঠান বারি প্রতিষ্ঠা করে, যার মাধ্যমে বাংলাদেশে বহু রকমের শস্য উৎপাদন শুরু হয়। এ দেশে কৃষি সংস্কার, কৃষি উপকরণ, আমদানি ও বিতরণ, সেচ যন্ত্র ও পাম্প বিস্তৃতকরণ জিয়াউর রহমান করেছিলেন। এ দেশে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড করেছিলেন তিনি। এ দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য একাধিক সার কারখানা শহীদ জিয়াউর রহমান করে গেছেন।
বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে নজরুল ইসলাম খান বলেন, কৃষি উন্নয়নে আন্তরিকতা ও সনিষ্ঠ প্রয়াসের ইতিহাস বিএনপির রয়েছে। নাগরিক নানা সমস্যা সমাধানেও অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আমাদের দল ভবিষ্যতেও একই ধারা বজায় রাখবে। এ দেশের তরুণদের সিদ্ধান্ত নিতে হবে। কাদের দেশ পরিচালনার দায়িত্ব দেবেন। এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমরা আপনাদের পথ দেখাতে পারি, কিন্তু আপনাদের স্ব-উদ্যোগ ছাড়া কোনো কিছু গড়ে তোলা সম্ভব নয়। তাই বলি, বাংলাদেশের তরুণ দুঃসাহসের বারুদ মাথায় ভরুন, বাংলাদেশের তরুণ লাল-সবুজের পতাকাটা শক্ত করে ধরুন।
সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন-এঁর সঞ্চালনায় সম্মানিত আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, অস্ট্রেলিয়ার সিডনি ওয়াটারের স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ড. ফয়সাল কবীর শুভ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী কাজী জেসিন, কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক ও আবহাওয়া ডট কমের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. রিদওয়ানুল হক, এইচ আর বিশেষজ্ঞ শারমিন সুলতানা জয়া, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জুলকারিন জাহাঙ্গীর।
সেমিনারে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাড. মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক একেএম ওবায়দুর রহমান চন্দন, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এমএ খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক ক্রীড়া বিষয়ক সহসম্পাদক রায়হান আমিন রনি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, কাজী রফিকুল ইসলাম, ভিপি সাইফুল ইসলাম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্র্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ রাজশাহী ও রংপুর বিভাগের নেতৃারা উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়ার শিক্ষার্থী আল মিজান মাহী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদা আফরিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব, পঞ্চগড় দেবিগঞ্জের কৃষিবিদ আতিকুর রহমান, লেখক গবেষক সিকতা কাজল, লালমনিরহাট জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমনসহ বিভিন্ন জেলা থেকে আসা তরুণরা আলোচকদের প্রশ্ন করে এবং কৃষির উন্নয়ন নিয়ে নিজ নিজ দৃষ্টিভঙ্গিতে আলোকপাত করে। বিভিন্ন সেক্টরের বেশ কয়েকজন সফল উদ্যোক্তা তাদের সফলতার গল্প তুলে ধরেন।
এদিকে আজ শনিবার (২৪ মে) বিকাল ৩টায় বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে তারুণ্যের রাজনৈতিক অদিখার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (২৪ মে) বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে বিশেষ অতিথি থাকবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ। এ ছাড়া কেন্দ্রীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং রাজশাহী ও রংপুর বিভাগের নেতারা উপস্থিত থাকবেন। এ সমাবেশে দুই বিভাগ থেকে লাখো নেতাকর্মীর সমাগম ঘটবে বলে দলীয় সূত্রে জানা গেছে।