লালমনিরহাটের কালীগঞ্জ থানার ইজিবাইক চুরি মামলার ৩জন আসামী গ্রেফতার হয়েছে।
সোমবার (১৯ মে) লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন।
লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মামলা নং- ২৯/১৯৫, তাং- ১৮/০৫/২০২৫ খ্রিঃ এর আসামী ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা লালমনিরহাট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ১৯/০৫/২০২৫ খ্রিঃ তারিখ বিভিন্ন সময় লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কালীগঞ্জ থানার ইজিবাইক চুরি মামলার আসামী ১। মোঃ জাহিদুল হক (৩২), পিতা- মৃত ইসমাইল, মাতা- মোছাঃ জাহেরা বেগম, সাং- দইখাওয়া, থানা- হাতীবান্ধা, ২। মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা- মোঃ নুর মোহাম্মদ, মাতা- মোছাঃ রেজিয়া বেগম, সাং- লতাবর কানীপাড়া, ১নং ওয়ার্ড, ৩। মোশারফ হোসেন (৩৩), পিতা- মৃত ছফর উদ্দিন, মাতা- মোরশেদা বেগম, সাং- গোড়ল, ৮নং ওয়ার্ড, উভয় থানা- কালীগঞ্জ, সর্ব জেলা- লালমনিরহারগণকে গ্রেফতার করা হয়। উপরোক্ত কালীগঞ্জ থানার মামলা নং- ২৯/১৯৫, তাং- ১৮/০৫/২০২৫ খ্রিঃ তারিখ মামলা রুজু পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা বাদীকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে, বাদীর ছেলে গত ০৭/০৪/২০২৫ইং তারিখ বিকাল অনুমান ৫.৩০ ঘটিকার সময় কালীগঞ্জ থানাধীন সুকানদিঘী ইজিবাইক স্ট্যান্ডে ২জন অপরিচিত নিয়ে চন্দ্রপুর উদ্দেশ্যে রওনা করেন। চন্দ্রপুর যাওয়ার পথে পথিমধ্যে বারাজান মালির ধাম নামক স্থানে ইজিবাইকের চাকা পাংচার হয়। উক্ত অপরিচিত ২জন যাত্রী ইজিবাইকের চাকা ঠিক করিয়া আসতে বলেন। একপর্যায়ে বাদীর ছেলে উক্ত অপরিচিত ২জন যাত্রীর কথা মত সুকানদিঘী বাজারে চলে যায়। বাদীর ছেলে ইজিবাইকটি মেরামত করে যাত্রীদের নিয়ে চন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দেয়। উক্ত তারিখ রাত্রী অনুমান ৮ঘটিকার সময় চন্দ্রপুর বাজারের পৌঁছা মাত্রই অপরিচিত ২জন যাত্রীর মধ্যে ১জন যাত্রী ইজিবাইকের ভিতরে বসিয়া থাকে এবং অপর একজন যাত্রী চা খাওয়ার জন্য চায়ের দোকানে বাদীর ছেলে সহ যান। সু-কৌশলে অপরিচিত যাত্রীদের মধ্যে একজন বাদীর ছেলেকে চা পান করানোর কথা বলে চায়ের দোকানে নিয়ে যান এবং অপর জন ভিকটিমের চোখ ফাঁকি দিয়ে ইজিবাইটি নিয়ে পালিয়ে যান। উপরোক্ত ঘটনার বিষয়টি বাদীর ছেলে বাদীকে জানালে বাদী স্থানীয় ভাবে খোজ খবর করে ব্যর্থ হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি তদন্তকারী অফিসার তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত আসামীদের গ্রেফতার করেন। উক্ত আসামীগণ আন্তঃজেলা অটো/ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। ইতিমধ্যে জেলা গোয়েন্দা শাখা লালমনিরহাট এর একটি আভিযানিক দল চোরচক্রের সদস্যদের গ্রেফতারের পাশাপাশি ৩টি চোরাই অটো (বাদীর চুরি যাওয়া অটো সহ) উদ্ধার করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।