শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সাপটানা চাইনিজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অগ্নিনির্বাপণ যন্ত্র নেই অধিকাংশ বিপণি বিতানে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে নারী শ্রমিকের সংখ্যা পাটগ্রাম থানায় হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি-এনসিপির থানা আক্রমণ করে সাজাপ্রাপ্ত দুই আসামী ছিনতাইয়ের ঘটনায় ৪জন গ্রেফতার লালমনিরহাটে ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত লালমনিরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপির কর্মীকে কারাদণ্ড, প্রতিবাদে থানা ঘেরাও করে হামলা ভাংচুর : ৮ পুলিশসহ আহত অন্তত ২০ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রিকশাচালক গ্রেফতার চাকরিচ্যুত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি
লালমনিরহাটে শিক্ষার্থীদের দাবী উপেক্ষা করে জোরপূর্বক স্কুল মাঠে বসানো হচ্ছে হাট-বাজার!

লালমনিরহাটে শিক্ষার্থীদের দাবী উপেক্ষা করে জোরপূর্বক স্কুল মাঠে বসানো হচ্ছে হাট-বাজার!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া গ্রামে শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে বিদ্যালয় মাঠে জোরপূর্বক বসানো হচ্ছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

 

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, শিয়ালখোওয়া গ্রামে একই ক্যাম্পাসে দুটি শিক্ষা প্রতিষ্ঠান। একটি শিয়ালখোওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অপরটি শিয়ালখোওয়া স্কুল এন্ড কলেজ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২শত ২৩জন শিক্ষার্থী ও স্কুল এন্ড কলেজে ৬শত ৫০জন শিক্ষার্থী পড়াশুনা করছে। দুই শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির আয়তন প্রায় ৩একর। দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে ৩টি কেজি স্কুল ও ১টি মাদ্রাসা। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা করে এই খেলার মাঠটিতে। গত বুধবার (১৬ এপ্রিল) থেকে হাটের ইজারাদার জোরপূর্বক স্কুল মাঠে হাট বসাচ্ছেন। সপ্তাহে প্রতি শনিবার ও বুধবার হাট বসে। এছাড়া বাকি ৫দিন স্কুল মাঠে বাজার বসে।

 

শিক্ষার্থীরা জানান, গেল বছর তারা আন্দোলন করে স্কুল মাঠটিকে হাট মুক্ত করেছিলেন। গেল বছর তারা স্কুল মাঠে নিয়মিত খেলাধুলা করেছেন। তাদের বিদ্যালয়ে ছিলো শিক্ষার পরিবেশ। কিন্তু গত বুধবার (১৬ এপ্রিল) থেকে স্কুল মাঠে হাট বসার কারণে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তারা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন। হাট মুক্ত স্কুল মাঠের দাবি জানাচ্ছেন তারা।

 

শিয়ালখোওয়া হাটের ইজাদার আসাদুল হক হিরু জানান, হাটের জায়গা সংকুলান না হওয়ায় বহু বছর ধরে স্কুল মাঠে হাট বসানো হচ্ছে। শুধু গেল বছর স্কুল মাঠে হাট বসানো হয়নি স্থানীয দ্বন্দের কারণে। স্কুল মাঠে হাট বসানোর দাবি ৯৫ শতাংশ মানুষের। এই হাট স্থানীয় অর্থনীতির সাথে জড়িত। আমি নিয়মনীতি মেনে সরকারের কাছ থেকে ইজারা নিয়ে স্কুল মাঠে হাট বসাচ্ছি।

 

শিয়ালখোওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাসেম আলী জানান, শিক্ষার পরিবেশ রক্ষা করতে হলে হাট মুক্ত স্কুল মাঠ থাকতে হবে। শিক্ষার্থীরা যাতে খেলাধুলার চর্চা করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আমাদের স্কুল মাঠে হাট বসানো হচ্ছে কিন্তু আমরা কিছুই করতে পারছি না। শিক্ষার পরিবেশ মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে। আমাদের দাবির কথা উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি।

 

লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান জানান, অনেক স্কুল মাঠ থেকে হাট সরিয়ে নেওয়া হয়েছে। এখনও অনেক স্কুল মাঠে হাট বসানো হচ্ছে। যেসব স্কুল মাঠে হাট বসানো হচ্ছে সেখানকার শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। শিয়ালখোওয়া গ্রামে স্কুল মাঠ থেকে হাট অপসারণ করবে উপজেলা প্রশাসন।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা জানান, আমরা হাট ইজারা দিয়েছি। স্কুল মাঠ ইজারা দেইনি। হাটের জায়গা সঙ্কটের কারণে ইজারাদার স্কুল মাঠে হাট বসাচ্ছেন। অতীতেও এই স্কুল মাঠে হাট বসেছিলো।

 

স্কুল মাঠ থেকে হাট অপসারণ করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাটের ইজারাদার ও স্কুল কর্তৃপক্ষের সাথে যৌথ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে দ্রুত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone