শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস লালমনিরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত লালমনিরহাটে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আরডিআরএসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে কর্মবিরতি অনুষ্ঠিত ১৬কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার অসহায় বিধবার জমি দখলের পায়তারা ভূমিদস্যুর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিক্ষকদের উপর ন্যাক্কার জনক পুলিশি হামলার প্রতিবাদে- অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত ডিলারগণ কৃত্রিম সার সংকট সৃষ্টি করে দীর্ঘদিন যাবত উচ্চমূল্যে সার বিক্রয় করে এরই প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
লালমনিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের চেষ্টা ও হামলা, থানায় অভিযোগ

লালমনিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের চেষ্টা ও হামলা, থানায় অভিযোগ

লালমনিরহাটে ফুটপাতের দোকান ভাংচুর ও ট্রাকে মাটি ফেলে দোকান ঘর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

 

এমন অভিযোগ লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইবনে হাবীব কাসুরী চঞ্চল এর বিরুদ্ধে।

 

এ ঘটনায় ভুক্তভোগী হাজেরা বেগম (৫৩) লালমনিরহাটের আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় আতংকে রয়েছেন ফুটপাতের অন্যান্য দোকানদারেরাও।

 

অভিযোগে সূত্রে জানা যায়, হাজেরা বেগমের স্বামী মোফাজ্জল হোসেন স্থানীয় ঈদগাহ মাঠ কমিটির অনুমতি নিয়ে ১০বছরের জন্য একটি দোকান ঘর ভাড়া নেন এবং সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে সম্প্রতি বিএনপি নেতা ইবনে হাবীব কাসুরী চঞ্চল দোকানটি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

গত ১৫ মার্চ দুপুরে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা দোকানের সামনে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় হাজেরা বেগম বাঁধা দিলে তাদের বাকবিতণ্ডার এক পর্যায়ে ইবনে হাবীব কাসুরী চঞ্চল তাকে মারধরের জন্য তেড়ে আসেন, তবে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

হাজেরা বেগমের অভিযোগ, বিএনপি নেতা শুধু ভয়ভীতি প্রদর্শনই করেননি, বরং আরও লোকজন নিয়ে দোকান দখলের চেষ্টা, ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকি দিয়েছেন।

 

এদিকে শনিবার বিকেলে অভিযুক্ত বিএনপি নেতা ওই ঈদগাহ মাঠ সংলগ্ন আরও ৭-৮টি দোকানের চাল ভাঙচুর করেন। যুগ যুগ ধরে অনেকেই ওই স্থানে ব্যবসা বাণিজ্য করে আসছেন। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে এভাবে দখল চেষ্টায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

ষাটোর্ধ বৃদ্ধ জগদীষ চন্দ্র বলেন, দীর্ঘ ১৮/২০ বছর ধরে এখানে মুচির কাজ করে আসছি। হঠাৎ দোকানের চালা ভেঙ্গে ফেলা হয়েছে। এখন কি করবো, কি করে খাবো এই বয়সে, বুঝতে পারছিনা।

অন্যান্য ব্যাবসায়ীরা বলেন, দীর্ঘ সময় ধরে ঈদগাহ মাঠ সংলগ্ন আমরা অনেকেই দোকান করে খাচ্ছি। হঠাৎ ক্ষমতা দেখিয়ে চালা ভেঙ্গে আমাদের জিনিসপত্র সরিয়ে দেওয়া হয়েছে। আমরা কি করে সংসার চালাবো বুঝতেছিনা।

 

এ ব্যাপারে অভিযুক্ত ভাদাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইবনে হাবীব কাসুরী চঞ্চল এর বক্তব্য জানা যায়নি।

 

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে অবৈধ দখল ও সহিংসতা বন্ধ হয় এবং ব্যবসায়ীরা নিরাপদে তাদের কার্যক্রম চালাতে পারেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone