লালমনিরহাটে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিক-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মহসীন ইসলাম শাওন, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন রবিউল ইসলাম, দেশ টিভি প্রতিনিধি জামাল বাদশা, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, মাইটিভি প্রতিনিধি মাহফুজ সাজু, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি তৌহিদুর রহমান লিটন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, দৈনিক সোনালী বার্তা প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন, দৈনিক যুগের আলো প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন, একুশে টেলিভিশন প্রতিনিধি গোকুল রায় প্রমুখ। এ সময় লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।