শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের মুরালটি কাপর দিয়ে ঢেকে দেওয়ায় সনাকের তীব্রনিন্দা ও প্রতিবাদ লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন চরের স্কুলে নিম্নমানের উপকরণ ব্যবহারে চলছে ওয়াশ ব্লক নির্মাণ! লালমনিরহাটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন লালমনিরহাটের এম মিজানুর রহমান লালমনিরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদুল ফিতরকে সামনে রেখে সীমান্তে নেশার চালান মজুদ লালমনিরহাটের বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এবং শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু প্রেসক্লাব লালমনিরহাট এর সাবেক সভাপতি মরহুম মোফাখখারুল ইসলাম মজনু’র স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমনিরহাটে আ’লীগের নেতাদের বাসায় ভাংচুর-অগ্নিসংযোগ

লালমনিরহাটে আ’লীগের নেতাদের বাসায় ভাংচুর-অগ্নিসংযোগ

শেখ হাসিনার পদত্যাগের খবর শুনেই বিজয় উল্লাসে রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। এ সময় লালমনিরহাট জেলার সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুরের পরেই উল্লাসে নেমে পড়ে গোটা লালমনিরহাট জেলার ছাত্র-জনতা।

জানা গেছে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি তুলে শিক্ষার্থীরা।

এ আন্দোলন প্রতিরোধ করতে সরকার কারফিউ জারি করে। সেই কারফিউ উপেক্ষা করে রাজপথে নেমে পড়ে শিক্ষার্থীসহ আমজনতা।

অবশেষে দুপুরের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে উল্লাস করে ছাত্র-জনতা। মিষ্টি বিতরণের হিড়িক পড়ে যায় লালমনিরহাট জেলা জুড়ে।

এ সময় গোটা লালমনিরহাট জেলায় বিজয় মিছিল বের করে। বিজয় মিছিল থেকে বিভিন্ন স্থানে গড়ে তোলা বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব সংসদ সদস্য ও নেতাদের বাসা-বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

লালমনিরহাট-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, লালমনিরহাট-৩ (সদর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান এর বাসা, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাসা ও সব ব্যবসা প্রতিষ্ঠান, লালমনিরহাট জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রাশেদ জামান বিলাশের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। এছাড়াও লালমনিরহাট-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের খামার বাড়িতেও ভাংচুর করার খবর পাওয়া গেছে।

এদিকে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও রংধনু সমবায় সমিতির কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ভাংচুর করার খবর পাওয়া গেছে। এছাড়াও লালমনিরহাট জেলার বেশ কিছু আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ লালমনিরহাট জেলার সব আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কার্যালয় ভাংচুর করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে লালমনিরহাট জেলার সব সরকারি ভবন স্থাপনা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone