শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত লালমনিরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপির কর্মীকে কারাদণ্ড, প্রতিবাদে থানা ঘেরাও করে হামলা ভাংচুর : ৮ পুলিশসহ আহত অন্তত ২০ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রিকশাচালক গ্রেফতার চাকরিচ্যুত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় সময়ের প্রয়োজনে ও রক্তের বিনিময়ে এনসিপি গঠিত হয়েছে- লালমনিরহাটে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ভাষণ; ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন কালের আবর্তে বিলুপ্তির পথে মহিষ ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের অফিস পরিদর্শন
লালমনিরহাট জেলা পরিষদের উপ নির্বাচন স্থগিত

লালমনিরহাট জেলা পরিষদের উপ নির্বাচন স্থগিত

লালমনিরহাট জেলা পরিষদের উপ নির্বাচন স্থগিত করেছে মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ।

 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এ বিষয়টি জানান লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার জানান, মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিগত ০৮/০২/২০২৪ ইং তারিখের রিট পিটিশন নং- ১৫০২/২০২৪ এর প্রদত্ত আদেশ বাস্তবায়ন প্রসঙ্গে পাটানো পত্রে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়।

 

আগামী ০৯/০৩/২০২৪ ইং তারিখে অনুষ্ঠিতব্য লালমনিরহাট জেলা পরিষদ উপ-নির্বাচনের প্রদত্ত তপশীলে বর্ণিত আগামী ০৯/০৩/২০২৪ ইং তারিখের নির্বাচন গ্রহন সহ যাবতীয় কার্যক্রম মহামান্য আদালত আগামী ২০ (বিশ) দিনের জন্য স্থাগিত করিয়াছেন মর্মে আদেশ সূত্রে জানা গেছে।

 

মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ১৫০২/২০২৪ এর প্রদত্ত আদেশ বাস্তবায়নের জন্য দাখিল করে।

 

তবে ওই পত্রে জেলা পরিষদ আইন ২০০০ এর ২টি ধারাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন আনায়ন করে।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার জানান, উপরের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

রিটার্নিং অফিসার জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে প্রার্থী হতে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান গত বছরের ২৭ নভেম্বর পদত্যাগ করেন। স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা একই তারিখে ওই পদত্যাগপত্র গ্রহণ করলে পদটি শূন্য ঘোষণা করা হয়।

 

এদিকে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- ফরিদুল ইসলাম, মোঃ আশরাফ হোসেন বাদল, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, মমতাজ আলী ও সফুরা বেগম মর্মে জানা গেছে।

 

উল্লেখ্য, আগামী শনিবার (৯ মার্চ) এ জেলা পরিষদ উপ নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone