শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়! লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ মোঃ ইকবাল হোসেন মামুন শ্রমিক নেতা হত্যা মামলায় পাঁচ বিএনপির নেতা কারাগারে! লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল হোসেন কবিরের উন্নয়ন ভাবনা! উপজেলা নির্বাচনে কালীগঞ্জ ও আদিতমারীতে চেয়ারম্যান পদে ৫জনসহ ২০প্রার্থীর মনোনয়নপত্র বৈধ! ভূট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলনের সম্ভাবনা এমপি পুত্রের হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মনোনয়ন পত্র বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলফনামায় তথ্য গোপন করায় রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
লালমনিরহাট জেলা পরিষদের উপ নির্বাচন স্থগিত

লালমনিরহাট জেলা পরিষদের উপ নির্বাচন স্থগিত

লালমনিরহাট জেলা পরিষদের উপ নির্বাচন স্থগিত করেছে মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ।

 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এ বিষয়টি জানান লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার জানান, মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিগত ০৮/০২/২০২৪ ইং তারিখের রিট পিটিশন নং- ১৫০২/২০২৪ এর প্রদত্ত আদেশ বাস্তবায়ন প্রসঙ্গে পাটানো পত্রে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়।

 

আগামী ০৯/০৩/২০২৪ ইং তারিখে অনুষ্ঠিতব্য লালমনিরহাট জেলা পরিষদ উপ-নির্বাচনের প্রদত্ত তপশীলে বর্ণিত আগামী ০৯/০৩/২০২৪ ইং তারিখের নির্বাচন গ্রহন সহ যাবতীয় কার্যক্রম মহামান্য আদালত আগামী ২০ (বিশ) দিনের জন্য স্থাগিত করিয়াছেন মর্মে আদেশ সূত্রে জানা গেছে।

 

মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ১৫০২/২০২৪ এর প্রদত্ত আদেশ বাস্তবায়নের জন্য দাখিল করে।

 

তবে ওই পত্রে জেলা পরিষদ আইন ২০০০ এর ২টি ধারাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন আনায়ন করে।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার জানান, উপরের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

রিটার্নিং অফিসার জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে প্রার্থী হতে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান গত বছরের ২৭ নভেম্বর পদত্যাগ করেন। স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা একই তারিখে ওই পদত্যাগপত্র গ্রহণ করলে পদটি শূন্য ঘোষণা করা হয়।

 

এদিকে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- ফরিদুল ইসলাম, মোঃ আশরাফ হোসেন বাদল, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, মমতাজ আলী ও সফুরা বেগম মর্মে জানা গেছে।

 

উল্লেখ্য, আগামী শনিবার (৯ মার্চ) এ জেলা পরিষদ উপ নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone