শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত বা চলতি দ্বায়িত্ব)র প্রধান শিক্ষক দিয়ে চলছে প্রাথমিক শিক্ষা! ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস বর্ষিয়ান সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু ছিলেন লালমনিরহাটের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র জুজুর ভয় লালমনিরহাটে ইরি-বোরো ধানের আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষক! লালমনিরহাটে শীতকালীন শাক সবজি চাষে ব্যস্ত কৃষকেরা লালমনিরহাটে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত লালমনিরহাটে তিন সাংবাদিককে হেনস্তা ও অশালীন আচরণ করার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ অনুষ্ঠিত লালমনিরহাটে আগুনের কুন্ডলী জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা লালমনিরহাটে স্মৃতিচিহ্নহীন রেলওয়ে রিক্সা স্ট্যান্ড বধ্যভূমি!
এক টুকরো জমি ও একটি ঘরের জন্য আকুতি জাহানারার

এক টুকরো জমি ও একটি ঘরের জন্য আকুতি জাহানারার

Exif_JPEG_420

২০১৮ সালের ২ ফেব্রুয়ারি স্বামীকে হারিয়ে ২মেয়ে-১ছেলের মুখে দু’বেলা দু’মুঠো খাবারের জন্য ৫বছর ধরে হোটেলের বুয়ার কাজ করে বেড়াচ্ছেন জমি-জমা, ঘর-বাড়ীহীন হতদরিদ্র জাহানারা।

 

হোটেলে বুয়ার কাজ করে যা আনে তা দিয়েই দুঃখে-কষ্টে অতিবাহিত হচ্ছে তাদের জীবন।

 

লালমনিরহাটের সুরকি মিলস্থ অন্যের ভাড়া ঘরের ভেতর রাত কাটে কোন মতে তাদের। ঘুমোতে হয় নর-বরে একটি বিছানায়।

 

তিনি জীবিকার তাগিদে সারাদিন থাকেন হোটেলে। তারপরও তার খোঁজ রাখেন না জনপ্রতিনিধিরা।

 

স্থানীয়রা জানান, এক মেয়েকে বিয়ে দিয়েছেন। অপর এক মেয়ে এতিম খানায় থাকেন। আর এক ছেলে মাদ্রাসায় পড়ে। তাদের পিছনে অনেক টাকা ব্যয় হয় জাহানারার। কেউ রাখেনা তাদের খবর।

 

এমন পরিস্থিতে সরকারী ঘর পাওয়ার যোগ্য হয়েও কয়েক দফায় সরকারি ঘর বরাদ্দ হলেও আজও তার ভাগ্যে জোটেনি একটি সরকারী ঘর।

 

জাহানারা এক টুকরো জমি ও একটি ঘরের জন্য আকুতি জানান।

 

সীমাহীন দুঃখ-কষ্ট ভারাক্রান্ত মনে চোখ মুছতে মুছতে কথা বলছিলেন, লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত প্রতিবন্ধী পত্রিকার হকার আমিনুলের স্ত্রী জাহানারা (৩৭)। ৫বছর থেকে হোটেলে বুয়ার কাজ করে চলেছে তিনি ও তার পরিবার। নিজের বলতে কিছুই নেই তাদের।

 

তিনি জীবিকার তাগিদে সারাদিন অন্যের হোটেলে বুয়ার কাজ করেন। জনপ্রতিনিধিরা রাখেনা খোঁজ, আজও তার ভাগ্যে জোটেনি স্বপ্নের সেই এক টুকরো জমি ও একটি ঘর।

 

লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিয়ার রহমান বলেন, জাহানারা মাননীয় জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে মাননীয় জেলা প্রশাসক তখন আমাদের এখানে পাঠাবে, আমরা তখন ব্যবস্থা নেবো।

 

প্রঙ্গগত, ২০১৮ সালে ২ ফেব্রুয়ারি লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (৪৫) নামে প্রতিবন্ধী পত্রিকা হকারের মৃত্যু হয়েছে মর্মে সে সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয় মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone