শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সাপটানা চাইনিজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অগ্নিনির্বাপণ যন্ত্র নেই অধিকাংশ বিপণি বিতানে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে নারী শ্রমিকের সংখ্যা পাটগ্রাম থানায় হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি-এনসিপির থানা আক্রমণ করে সাজাপ্রাপ্ত দুই আসামী ছিনতাইয়ের ঘটনায় ৪জন গ্রেফতার লালমনিরহাটে ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত লালমনিরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপির কর্মীকে কারাদণ্ড, প্রতিবাদে থানা ঘেরাও করে হামলা ভাংচুর : ৮ পুলিশসহ আহত অন্তত ২০ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রিকশাচালক গ্রেফতার চাকরিচ্যুত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি
অস্বচ্ছল ১৩টি পরিবারের তালিকায় ৮জনই মহিলা ভাইস চেয়ারম্যানের স্বজন!

অস্বচ্ছল ১৩টি পরিবারের তালিকায় ৮জনই মহিলা ভাইস চেয়ারম্যানের স্বজন!

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: এডিপি’র অর্থায়নে অস্বচ্ছল ১৩টি পরিবার মাঝে টেউটিন দেয়া হয়েছে। ওই অস্বচ্ছল ১৩টি সুবিধাভোগী পরিবারের তালিকার ৮জনই লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারের স্বজন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ির রান্নাঘরও এডিপি’র অর্থায়নে বরাদ্দকৃত টিন। এমন অনিয়মকে অধিকার বলে দাবিও করেছেন ওই মহিলা ভাইস চেয়ারম্যান।

 

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যানের এ ঢেউটিন বিতরণ বিধিসম্মত নয় জানিয়ে পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন।

 

জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে আদিতমারী উপজেলার বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) থেকে পিআইসি কমিটির মাধ্যমে ১৬টি প্রকল্পের বিপরীতে ২১লাখ ৩৫হাজার টাকা এবং দরপত্র ও রেট ফর কোটেশন’র (আরএফকিউ) মাধ্যমে ৫২টি প্রকল্পের বিপরীতে ৬৯লাখ ২৫হাজার ৩শত ৩৩টাকা বরাদ্দ দেয়া হয়।

 

দরপত্রের মাধ্যমে ৫২টি প্রকল্পের মধ্যে আরএফকিউ প্রকল্পের ৬টি, একটি সরাসরি ক্রয়, একটি ভাউচারমূলে এবং বাকিগুলো দরপত্রের মাধ্যমে কার্যাদেশ দেয়া হয়। যার মধ্যে আরএফকিউ ও পিআইসি কমিটির প্রকল্প নিয়ে রয়েছে নানা অভিযোগ।

 

আদিতমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা বেগম সম্পা প্রকল্প সভাপতি হিসেবে আরএফকিউ প্রকল্পের মাধ্যমে ১লাখ টাকা ব্যয়ে ১১জন নারীকে সেলাই মেশিন বিতরণ করেন। যার মাস্টার রোলে সুবিধাভোগীর পূর্ণাঙ্গ ঠিকানা ব্যবহার করা হয়নি। বাকিগুলো মনগড়া ভাউচারে জায়েজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের অস্বচ্ছল পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণের জন্য ১লাখ ৫০হাজার টাকার একটি আরএফকিউ প্রকল্প দেয়া হয়। এ প্রকল্পের সভাপতি হিসেবে তা বাস্তবায়ন করেন আদিতমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার।

 

এ প্রকল্পে আদিতমারী উপজেলার ১৩জন সুবিধাভোগীর মধ্যে সম্প্রতি ২৩ব্যান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। সেই অস্বচ্ছল পরিবারের তালিকায় ১৩জনের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান নিজের পরিবারের ৮জনের নাম দিয়েছেন। বাকিরাও তার স্বজন।

 

এদের মধ্যে মধ্যে রয়েছে তার স্বামী রফিকুল ইসলাম, মা জিন্নাতুন নেছা, ভাই টিটু মিয়া ও মনিরুজ্জামান, ভাইয়ের বউ মুক্তা বেগম ও ফাতেমা বেগম, বোন পারভীন বেগম, খালাত ভাই লিটন মিয়ার নাম।

 

দূর্গাপুর বিওপি ক্যাম্প এলাকায় গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারের ২ভাই পৃথক পরিবারে থাকলেও মা জিন্নাতুন নেছা থাকেন ছোট ভাইয়ের সংসারে। সেখানে ছোট ভাই টিটু মিয়া বাড়ি পাকা করছেন। পাকা ঘরের ছাউনির টিনের জন্য বোন মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার তাদের পরিবারের ৭জনের নাম দিয়ে ভাইকে ঢেউটিন উপহার দেন।

 

মহিলা ভাইস চেয়ারম্যানের ভাই মনিরুজ্জামান তার নিজের নামে ২ব্যান্ডিল ও স্ত্রী মুক্তার নামে ১ব্যান্ডিল টিন মিলে তার ঘরে পাওয়া যায় ৩ব্যান্ডিল টিন।

 

তবে টিন প্রসঙ্গে মনিরুজ্জামান বলেন, আমার বোন আত্মসাৎ করেনি। আমাদের নাম দিয়েছেন এবং টিনও বিতরণ করেছেন। আমরা বিক্রি করিনাই, ঘরে লাগাবো।

 

মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিনের খালাত ভাই লিটন মিয়া প্রভাবশালী। বৈঠকখানাসহ চারদিকে বারান্দা দেয়া তার আলিসান বাড়ির বেড়া দিতে বোন মহিলা ভাইস চেয়ারম্যান এ প্রকল্পের ২ব্যান্ডিল টিন দিয়েছেন। তিনিও টিন পেয়ে বেশ খুশি।

 

তবে খুশি হতে পারেনি মহিলা ভাইস চেয়ারম্যানের বাবার বাড়ির পাশের অস্বচ্ছল পরিবারের ছিন্নমূল খেটে খাওয়া মানুষগুলো। যাদের অনেকের ঘরের ছাউনি ফুটো হয়ে বৃষ্টির পানিতে শরীর-বিছানা ভিজে যায়।

 

নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, ভোটের সময় ফুসলিয়ে ভোট নিয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান হয়ে ভাই-বোন ছাড়া কাউকে কোনো সহায়তা দেননি জেসমিন আকতার। এসব টিন কী সরকার পাকা বাড়ির মালিককে দেয়ার জন্য দিয়েছেন?

 

আদিতমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার বলেন, পাকা বাড়ি হলেও রান্নাঘরের ছাউনি নষ্ট হয়েছে, তাই স্বামীর নামে টিন নিয়েছি। মা, বোন ও ভাইদের দিয়েছি। তাদের পাওয়ার অধিকার আছে। অস্বচ্ছলরা সরকারি সকল সুবিধা ভোগ করে। আমার বাবার বাড়ির লোকজন কিছুই পায় না। তাই তাদের মাত্র ২ব্যান্ডিল করে ঢেউটিন দিয়েছি। আমার নির্বাচনে ১৮লাখ টাকা খরচ হয়েছে। এ টাকা আমাকে কে দেবে?

 

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, অস্বচ্ছলদের বঞ্চিত করে নিজের পরিবারের স্বচ্ছল এবং একই পরিবারে সরকারি ঢেউটিন বিতরণ বিধিসম্মত নয়। বিষয়টি তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone