শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে নয়নাভিরাম ফুল “কচুরিপানা” তিস্তা নদীর তীরে মশাল প্রজ্জ্বলন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজের সহকারী অধ্যাপক নিহত তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্জ্বলন ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে জুলাই সনদের খসড়া নিয়ে সংবাদ সম্মেলন চলমান বিভিন্ন ঘটনা নিয়ে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইজিবাইক জব্দ কালবেলা ৩য় পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পণে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত মার্শাল আর্ট কন্যা সান্ত্বনার নেতৃত্বে ইটালিতে বাংলাদেশের বিশাল সফলতা: স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ৯টি পদক অর্জন লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিরোধ নিয়ে বহিরাগতরা প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করেছে লালমনিরহাট সদর উপজেলার কিশামত হারাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

রোববার (১৩ নভেম্বর) দুপরে লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কিশামত হারাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিনকে বহিরাগতারা বিদ্যালয়ে এসে অশ্লীল ভাষায় গালাগালি করার প্রতিবাদে ক্লাস বর্জনের পাশাপাশি বিদ্যালয়ের সংলগ্ন রাস্তা অবরোধ করে মিছিল করেছে।

 

ঘটনা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি হওয়ার পর কিছু বহিরাগত লোক এসে বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে প্রধান শিক্ষককে গালাগালি করে, তাকে মারধর করার জন্য লাঠিসোটা তৈরি করে করে। এমন খবর শোনার পর বিদ্যালয়ে উপস্থিত হোন সদ্য ঘোষিত ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল হক খন্দকার। এরপরে বিদ্যালয়ের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠে। পরবর্তীতে বিষয়টি লালমনিরহাট সদর থানা পুলিশকে জানানো হলে দ্রুত সময়ের মধ্যে পুলিশ এসে বিদ্যালয়ের মাঠ থেকে সকলকে বের করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এরপর রাত ৮টায় বিদ্যালয়ের অফিস ত্যাগ করেন প্রধান শিক্ষক ও সভাপতি।সেই ঘটনা জানাজানি হওয়ার পর আজ রোববার বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অপরাধীদের শাস্তি দাবী করে মিছিল করেন।

 

কয়েকজন শিক্ষার্থীসহ বলেন, আমাদের প্রিয় স্যারকে কেন বহিরাগতরা অশ্রাব্য ভাষায় গালাগালি করলো, কেন তারা আমাদের হেড স্যারকে মারার জন্য লাঠিশোটা আনলো? আমরা বহিরাগতদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরবর্তীতে সাংবাদিকের উপস্থিতিতে প্রধান শিক্ষকের হস্তক্ষেপে শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে ফিরে যায়।

 

এ বিষয়ে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল হক খন্দকার জানান, বহিরাগত কিছু লোক বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে প্রধান শিক্ষক ও আমাকে অশালীন অশ্রাব্য ভাষায় গালি দেয়ার কারণে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছে। আমরা কমিটির সদস্যদের নিয়ে খুব শীঘ্রই সভা ডেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone