লালমনিরহাটে “জয় লাভ নয়, অংশগ্রহণই ক্রীড়ার মুখ্য উদ্দেশ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৬খ্রি. অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা ১৫মিনিটে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত) রুখসানা পারভীন, অবসানপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমান, সুরেশ চন্দ্র বর্মণ, বেগম জমিলা আখতার, সৈয়দা খালেদা আখতার, আফরোজা বেগম, শাহ্ মোঃ রফিকুর রহমান, মোঃ আবুল কালাম আজাদ, মোছাঃ শাহানা আখতার খাতুন। এ সময় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।