শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদী জুড়ে এখন ধু ধু বালু চর এ কে এম শামছুল হক ও মানসিকা’কে সম্মাননা প্রদান অনুষ্ঠিত র‌্যাব-১৩ এর উদ্যোগে প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত মাদক মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সুবেদার (অবঃ) আলহাজ্ব আব্দুল আজিজ-এঁর ইন্তেকাল জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার নির্বাচিত ‎তিস্তা, ধরলা, সানিয়াজান ও রত্নাই নদী শুকনো মৌসুমে আবাদি জমিতে রূপ নিচ্ছে ‎লালমনিরহাটের নদীগুলোর চরে চাষ হচ্ছে বোরো ধান ‎লালমনিরহাটে নতুন দিনের ভাবনা বিনিময় অনুষ্ঠিত র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে ৩শত ১১টি বোতল এসকাফ, ৯৮টি বোতল ফেনসিডিল ও ১শত ৩৩টি বোতল ফেয়ারডিল (সর্বমোট ৫শত ৪২টি বোতল) বিপুল পরিমাণ মাদক জব্দসহ ১জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

‎শুক্রবার (১৬ জানুয়ারি) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

‎মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৩০মিনিটে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ভেলাবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ তালুক দুলালী মহিষতুলী গ্রামস্থ ধৃত  আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ধৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আসামির উত্তর দুয়ারী টিনের শয়ন ঘরে তল্লাশীকালে খাটের নিচ হতে ২টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ৩শত ১১টি বোতল এসকাফ, ৯৮টি বোতল ফেনসিডিল ও ১শত ৩৩টি বোতল ফেয়ারডিলসহ সর্বমোট ৫শত ৪২টি বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দসহ মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার আদিতমারী থানার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী মহিষতুলী গ্রামের মোঃ সমির উদ্দিন ওরফে সমু এর স্ত্রী মোছাঃ আয়না বেগম (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি এবং তার স্বামী মোঃ সমির উদ্দিন ওরফে সমু লালমনিরহাট জেলার বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে ফেনসিডিল জাতীয় অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।

‎পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

‎উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone