লালমনিরহাটে “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গর্ব স্বদেশ” স্লোগান নিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আইনুল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম শিকদার, লালমনিরহাট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ সাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, পরিকল্পিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রবাসে যাওয়ার আগে প্রত্যেককে অবশ্যই নির্দিষ্ট কাজ ভিত্তিক প্রশিক্ষণ ও বাস্তব দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে অনেক সময় প্রতারণার শিকার হতে হয় এবং কাঙ্ক্ষিত কর্মসংস্থান পাওয়া যায় না। তিনি বিদেশগামীদের সরকারি অনুমোদিত ও বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে প্রবাসে যাওয়ার আহ্বান জানান এবং দালালচক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।
এরপর আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে দিন ব্যাপী প্রবাসী মেলার অনুষ্ঠিত হয়। প্রবাসী মেলায় ৭টি স্টল স্থান পায়। প্রবাসী মেলায় বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়।
এর আগে বর্ণাঢ্য র্যালিটি লালমনিরহাট কালেক্টরেট মাঠ থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।