লালমনিরহাটে সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার আওতাধীন এটিএম (অটোমেটেড টেলার মেশিন) ও সিআরএম (ক্যাশ রিসিভ মেশিন) বুথ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে সোনালী ব্যাংক পিএলসি’র এটিএম (অটোমেটেড টেলার মেশিন) ও সিআরএম (ক্যাশ রিসিভ মেশিন) বুথের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার মোঃ নজরুল ইসলাম বসুনিয়া-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি রংপুর জেনারেল ম্যানেজার্স অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আমিনুল ইসলাম। এ সময় সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মামুনুর রশিদ হেলালীসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, জনসাধারণ, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনালী ব্যাংক পিএলসি রংপুর জেনারেল ম্যানেজার্স অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২০২৭ সালের মাঝেই ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের জন্য সরকারের যে পরিকল্পনা, তারই ধারাবাহিকতায় একটু দেরিতে হলেও এটিএম ও সিআরএম বুথ চালু করলাম।সোনালী ব্যাংক ১৮কোটি মানুষের ব্যাংক। তিনি সকল শ্রেণী পেশার মানুষের চাহিদার প্রেক্ষিতে ডিজিটাইজেশনের গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি ডিজিটাল কারচুপির বিষয়েও সতর্ক হতে আহবান করেন।
তিনি আরও বলেন, ডিজিটালাইজেশন ব্যাংকিং খাতকে আরও উন্নত, নিরাপদ, টেকসই ও প্রতিযোগিতামূলক করে তুলছে। তাই আমরা নিজস্ব একটি আধুনিক পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছি, যার মাধ্যমে বাংলা কিউআর কোডসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাৎক্ষণিক লেনদেন করা সম্ভব হবে। পাশাপাশি এখন গ্রাহকের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে কার্ড ইস্যু করা সম্ভব হবে।