শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্তে নজরদারি বৃদ্ধির লক্ষ্যে চতুরবাড়ী বিওপি’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দসহ ১জন আটক বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের বাস সার্ভিস শুভ উদ্বোধন অনুষ্ঠিত পারফেক্ট পলিটেকনিক (PIST) “জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি” ৯ম জাতীয় পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান- গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ১দিন ব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনোলজিষ্ট (ল্যাব) মোঃ জাহেদুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাত ১০টায় লালমনিরহাটের ড্রাইভার পাড়া রানিং রুমের মাঠে লালমনিরহাট পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন সম্মিলিত গোশালা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোকছেদুর রহমান, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকার, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ ফজলুল হক সরকার, এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফা, লালমনিরহাট পৌর বিএনপির ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রধান অতিথির বক্তব্যে বলেন, যারা স্বাধীনতা মানে না, তারা দেশের কল্যাণ করতে পারবে না।

তিনি বলেন, দেশে এক ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন একটি রাজনৈতিক শক্তির উত্থান দেখা যাচ্ছে, যারা দেশের স্বাধীনতার চেতনাকে অস্বীকার করে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে আমার পিতাসহ ত্রিশ লাখ মানুষ জীবন দিয়েছেন এবং বহু মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন-তারপর আমরা এই বাংলাদেশ পেয়েছি। অথচ তারা এই স্বাধীনতায় বিশ্বাস করে না।

যারা ১৯৪৭-এ পাকিস্তানকে মানেনি, ১৯৭১-এ বাংলাদেশের অস্তিত্ব মানেনি, তাদের দ্বারা জাতির কল্যাণ সম্ভব নয়।

দুলু অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল উদ্দেশ্য মূলক ভাবে ধর্মীয় আবেগকে ব্যবহার করছে। তিনি বলেন, দলের কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে বেহেশতের টিকিট’ দেওয়ার কথা বলছে। বেহেশত একমাত্র আল্লাহর অধীনে-মানুষ কারও জান্নাত বা জাহান্নামের নিশ্চয়তা দিতে পারে না।

তিনি আরও বলেন, ধর্মপ্রাণ মানুষের অনুভূতি কাজে লাগিয়ে বিশেষ করে নারীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। যদি কথায় কথায় জান্নাতের টিকিট পাওয়া যেত, তবে রোজা, নামাজ, হজ ও জাকাত আদায়ের প্রয়োজন হতো না।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভোটে বিএনপির প্রার্থী বিজয়ী হলে লালমনিরহাটের মানুষের জীবনমান বদলে যাবে।

দুলু জানান, নির্বাচিত হলে বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও মাদকের মতো সামাজিক সমস্যা মোকাবিলা করা হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে যুবসমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone