লালমনিরহাটে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ/২০২৫-২৬ খ্রিঃ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) লালমনিরহাট সদর এলএসডিতে লালমনিরহাট জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ আমন ধান ও চাল সংগ্রহ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ধান ও চাল সংগ্রহ শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এ সময় লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, লালমনিরহাট সদর এলএসডির খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.ম হাবিবুল হক, লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, সদস্য আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলালসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, অভ্যন্তরীণ আমন ধান ৮০৭মেঃ টন ও আমন চাল ৬৪২০মেঃ টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।