শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।

মাদক মামলায় ১জনের যাবজ্জীবন আর ১জনের ১০বছর কারাদণ্ড

লালমনিরহাটে মাদক মামলায় ১জনের যাবজ্জীবন ও আর ১জনের ১০বছর কারাদণ্ড প্রদান করেছে বিজ্ঞ আদালত।

 

লালমনিরহাট কোর্ট পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে মাদক মামলায় অপরাধ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হওয়ায় এজাহার নামীয় হাজতি আসামি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মৃত্য- মফিজ উদ্দিনের ছেলে মোঃ আমিন মিয়া ওরফে ডাইল আমিন (৫০) কে মাদকদ্রব্য ৩(ক) ধারার অভিযোগে ১০বছর ও অপর আসামি একই এলাকার মোঃ ফজলুর ছেলে মোঃ সোহেল রানা (৩২) কে মাদকদ্রব্য ৩(খ), ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন লালমনিরহাটের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী।

 

উল্লেখ্য যে, লালমনিরহাটের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী লালমনিরহাটের বিচারাধীন মাদক মামলার আসামিদের বিরুদ্ধে স্বাক্ষপ্রমানে এ যাবত একাধিক মাদক মামলার আসামিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করায় তিনি প্রশংসা কুড়িয়েছেন।

 

অপরদিকে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। সচেতন মহল মনে করছেন, এ রায়ে বর্তমান প্রজন্ম মাদক থেকে নিরুৎসাহিত হবেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone