শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মার্শাল আর্ট কন্যা সান্ত্বনাকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত বিশেষ অভিযানে ১৭জন নেতা-কর্মী গ্রেফতার র‌্যাবের অভিযানে গাঁজা ও এসকাফসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ১৩বছরের স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রধান আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আশঙ্কা মুক্ত ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ইয়াবা জব্দসহ ১জন আটক
র‌্যাবের অভিযানে গাঁজা ও এসকাফসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাবের অভিযানে গাঁজা ও এসকাফসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

লালমনিরহাটে মাদক বিরোধী পৃথক দুইটি অভিযানে ৩১.৪কেজি গাঁজা ও ৯৪টি বোতল এসকাফসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসনি রংপুর।

 

রোববার (১৬ নভেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

 

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ৩নং সিঙ্গিমারি ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ বিহারী বাজার সংলগ্ন উত্তর সিংগীমারী গ্রামস্থ ধৃত আসামির শয়নকক্ষ তল্লাশীকালে খাটের নীচ হতে খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় রক্ষিত ১৫.৬কেজি গাঁজা এবং একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত ৯৪টি বোতল ফেনসিডিল জাতীয় অবৈধ মাদকদ্রব্য এসকাফ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার সিংগীমারী এলাকার মোঃ নেসার উদ্দিনের পুত্র মোঃ আব্দুর রহমান ওরফে ভোলা (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

পৃথক অন্য একটি অভিযানে রোববার (১৬ নভেম্বর) সকাল ৭টা ১৫মিনিটে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার সদর থানাধীন রাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সরঞ্জামী খলাইঘাট গ্রামস্থ আবু তাহেরের পুত্র ধৃত আসামী মোঃ নবিয়ার রহমান (৬৬) এর বসতবাড়ীর শয়নকক্ষ তল্লাশীকালে খাটের নীচ হতে একটি প্লাস্টিকের সাদা রংয়ের বস্তার মধ্যে রক্ষিত ১৫.৮কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার রাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সরঞ্জামী খলাইঘাট এলাকার আবু তাহের ও রাবেয়া বেওয়া এর পুত্র মোঃ নবিয়ার রহমান (৬৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ অত্যন্ত কৌশলে গাঁজা ও ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো।

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদ্বয় ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত ভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone